শৈল ঘোষণা

সকল নবীনতম শৈলারগণদের বাংলাদেশের প্রথম শিল্প ও সাহিত্য বিষয়ক ব্লগ পোর্টাল “শৈলী”-র পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা। আপনাদের অভাবনীয় সাড়া শৈলীকে অসীম অনুপ্রাণিত করেছে আরও সক্রিয়ভাবে এগিয়ে যাওয়ার, দূর্বার গতিতে। প্রাথমিকভাবে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী শৈলী অত্যন্ত আনন্দচিত্তে জানাচ্ছে যে শৈলী ২০১০, ১৬ই ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে। এদুতপলক্ষে শৈলী তার প্রথম ই-বুক প্রকাশ করার প্রাথমিক সিদ্ধান্ত হাতে নিয়েছে। শৈলীর জন্মদিবস এবং বিজয় দিবসকে উপজীব্য করে শৈলারদের নিকট প্রাসঙ্গিক লিখা আহবান করা হচ্ছে।

উক্ত দিবস উপলক্ষে বিষয় ভিত্তিক ই-বুক বের করা হবে। শৈলী টিম বিষয় হিসেবে “বিজয়ের কেতন উড়ে” -কেই বেছে নিয়েছে। ই-বুকের জন্য বিষয়ভিক্তিক নতুন লেখা, শৈলাররা উৎসাহের সাথেই লিখবেন এই আশা আপনাদের শৈলী অবশ্যচিত্তে করে থাকে। ক্যাটাগরীর মধ্যে গল্প, উপন্যাস, রম্যরচনা, কথাশৈলী, ছেলেবেলা, ভালোলাগা, ছোটগল্প, অনুগল্প, মজার স্মৃতি ইত্যাদি অর্থাৎ শিল্প ও সাহিত্য বিষয়ক ক্যাটাগরীকে শুধু বিবেচনায় নেওয়া হবে।

পরবর্তীতে অনুকুল পরিবেশ পেলে ই-বুকটি বই আকারে ছাপানো হবে। আপাতভাবে শৈলারগনদের মৌলিক লেখাই স্থান পাবে ই-বুক প্রকাশনায়। অর্থাৎ গল্পগুলো শুধুমাত্র শৈলীতে প্রকাশিত করতে হবে।

প্রাথমিকভাবে পোস্টগুলো শৈলী টিম দ্বারা মনোনয়ন দেওয়ার পর শৈলারদের নিকট সেগুলো প্রকাশ করা হবে। এবং পরে লিখা-নির্বাচন সুষ্ঠু এবং পক্ষপাতিত্বহীন করতে ভিন্ন বিচারক প্যানেল তৈরি করা হবে যেখানে শৈলী টিমের কেউ অংশগ্রহন করবে না। উক্ত বিচারক প্যানেল দ্বরা নির্বাচিত পোস্ট গুলোই শুধু ই-বুকে স্থান পাবে।

পহেলা ডিসেম্বর “শৈলী” এই বিষয়ে চূড়ান্ত ঘোষণা দিবে। এবং আগ্রহী শৈলারদের নিকট থেকে স্ব-উদ্যোগে লেখা সংগ্রহ করবে।

এছাড়াও আসন্ন ঈদকে সামনে রেখে শৈলারগনদের নিকট বিষয়ভিত্তিক এবং প্রাসঙ্গিক লিখা আহবান করছে শৈলী কর্তপক্ষ। যার সাথে ই-বুক এর কোন সম্পর্ক না থাকলেও ফিচার পোস্টে স্থান দেতে ঈদ বিষয়ক রচনাকে প্রাধান্য দেওয়া হবে।

শৈলী আপনার মননশীলতা, স্বকিয়তা এবং সৃষ্টিশীলতার পূর্ণ সম্মান রাখতে সবসময় বদ্ধপরিকর। আসুন সুস্থ ধারার ব্লগিং করি, সুস্থ থাকি, ভাল থাকি।

আড্ডা হোক শুদ্ধতায়, শিল্প আর সাহিত্যে। শুভ শৈল ব্লগিং।

— “শৈলী টিম”