অনুগল্প-ভালোবাসার স্বপ্ন বিভাস
অনুগল্প-ভালোবাসার স্বপ্ন বিভাস ===প্রতি রাতে স্বপ্ন বুনে চাঁদ। আঁধারে স্বপ্নের বিস্তার, রাতের কারূ’কাজ। আর দিনের প্রহর কাটে স্বপ্রে ভাবানায়। পদ্মা পারের রহিমা, যেখানে শিশু থেকে কৈশর তার পর যৌবন ! সবুজ ঘাস আর চরের বালুতে। বর্ষার থই থই জল, গা সোহা গর্জন, আবার ঘোলা পানিতে সাঁতার কাটা। রহিমাদের বেড়ার ঘরে কুপির আলোতে শুয়ে শুয়ে ভাবনার […]