শৈলী

শিশির আজমের কবিতা

Decrease Font Size Increase Font Size Text Size Print This Page

মানুষ একা হতে পারে না

♦

এতো এতো দিন একা থাকার পর

বুঝেছি

মানুষ একা হতে পারে না

একজন পশ্চিমা রাষ্ট্রদূত আর একজন সামরিক শাসকের

ডিনার টেবিলে যাদেরকে পাওয়া যায়নি

সেই মৃতরা

ছেড়ে যাওয়ারা

কাঁটারা

কেউই মানুষকে ছেড়ে দেয় না

এ-সুযোগ মানুষের নেই

টেড আর সিলভিয়ার বিচ্ছেদ চেয়েছিল সে

♦

সে ছিল খুনী

আর সে ঘৃণা করতো নিজের মাকে

–উড়তে হলে

মাটির তাপ গায়ে মাখতে হয়

যে কোন বিশ্বাসকেই

অবিশ্বাস করা চলে

হ্যা সবকিছুই ঠিকঠাক ছিল

মোলায়েম

স্বচ্ছ

দেবদূতের সুরভিত গু

আপন রক্তে

হিমাংকের নিচে ভালুকটাকে চুমু খাওয়া ছাড়া

মারিয়া

♦

তখন আমি ছিলাম পিটার্সবুর্গে

মারিয়া

মারিয়া শারাপোভা

ছিল মাত্র দশ বছরের

তখনই বুঝেছিলাম ওর টেনিস রাকেট 

আর ওর সুপাররিয়াল বডিকমিউনিটি

ত্রাসিত অর্থহীনতায়

অনেকদিন পৃথিবীকে ভোগাবে

এখন রুবল আর ডলারের কৌমকালচারে কী সম্পর্ক

ও ধরতে পারে

শুনতে পায় ফিসফিসানি দূর ক্রেমিলি ক্রেমলে

সঙ্গে সার্বক্ষণিক সেক্রেটারি থাকা সত্বেও

যা হোক একটা ব্যাপারে ওকে

সাবধান করেছিলাম আমি

কিন্তু ও তো এখনও বড়ই হয়নি

আর পিটার্সবুর্গ শহরটাও ঠান্ডা

মাসির মেয়েরা

♦

বেশ রাত হয়ে গিয়েছিল

আর মাথায় এলো এপথে আমি নতুন

রাস্তায় পুরুষ মানুষ ছিল

পুলিশ ছিল কুকুর ছিল

অন্য কোন জন্তুজানোয়ার তো ছিল না

রাস্তার পাশে রং ঘষে দেওয়া পুরনো কালের বাড়িটার সামনে

আবছা আলোয় সারি সারি দাঁড়ানো

অনেকগুলো মেয়ে দেখলাম

স্বল্প পোশাক

প্রত্যেকের ঠোঁটের রং একই

একই চোখ

একই হাসি

ভেতরে কে যেন চেঁচিয়ে মাসিকে ডাকলো

মাসি

ওদের তো মা নেই

স্পুটনিক সুইটহার্ট

♦

আমার স্পুটনিক সুইটহার্ট আমি খুঁইজা পাইতেছি না

অবশ্য

আমার সম্মতি নিয়াই  ও হারায়ে গেছে

আর ওর যে হারায়ে যাওয়া দরকার

এইটা তো আমি জানি

একমাত্র আমিই জানি

মানে ওর নাই হয়ে যাওয়াটা আমার কাছে

না অদ্ভুত না বিস্ময়কর

না কি বহুবীজপত্রী উদ্ভিদের পরিবারে ও খুঁজতেছে আমারে

আমারেই

নভচারীদের দ্রাঘিমাচ্যূত টুথপেষ্টে

কার্পাশবনের আগুনলাগা বিমানে

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

শিশির আজম

Shishir Azam

জন্ম : ২৭ অক্টোবর, ১৯৭৮

জন্মস্থান, বর্তমান ও স্থায়ী ঠিকানা : 

                     এলাংগী, কোটচাঁদপুর

                     ঝিনাইদহ -৭৩৩০

                     বাংলাদেশ

মুঠোফোন ও হোয়াটসআপ নম্বর : ০১৭১৭৩৮৭৯০৭

ফেসবুক লিংক :

https://www.facebook.com/profile.php?id=100005606135865&mibextid=ZbWKwL

mail : shishir01978@gmail.com

কাব্যগ্রন্থসমূহ :

ছাই (২০০৫)

দেয়ালে লেখা কবিতা (২০০৮)

রাস্তার জোনাকি (২০১৩)

ইবলিস (২০১৭)

চুপ (২০১৭)

মারাঠা মুনমুন আগরবাতি (২০১৮)

মাতাহারি (২০২০)

টি পোয়েট্রি (২০২০)

সরকারি কবিতা (২০২১)

হংকঙের মেয়েরা (২০২২)

আগুন (২০২৪)

বিষ (২০২৪)

চা কফি আর জেনারেল কানেকটিভিটি (২০২৪)

সম্পাদিত ছোটকাগজ : শিকড়  (৫ টি সংখ্যা প্রকাশিত)

সম্পাদিত কবিতার ভাঁজকাগজ : বাংলা (৩ টি সংখ্যা প্রকাশিত)

বাংলা কবিতায় Tea Poetry Movement এর উশকানিদাতা

শৈলী.কম- মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল‍্যাটফর্ম এবং ম্যাগাজিন। এখানে ব্লগারদের প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর। ধন্যবাদ।


You must be logged in to post a comment Login