7back7

প্রবঞ্চনা

কাননের ফুল তুমি আমার সেই কাননের ফুলে ভূমর হয়ে বাসা বেধেছি বহুবার যে ফুলে যখন বসেছি,সে বলেছে আমি সারা জীবন তোমার । শুনেছি তারও অজান্তে,দেখেছি একবার যত ভ্রমর গেছে,একই মিথ্যা বলেছে বহুবার আমরা ও আমার স্বপ্নের বাঁধা,মমতা মাখা কষ্টে গড়া ভালোবাসার পাহাড় ।

 7back7

আলোহীন আলোর দরজায় আমি

আলোহীন আলোর দরজায় আমি শতভাগ শূন্যতার অসীম শূন্যতায় সঙ্গীহীন আলোর দরজা একা সময়ের অনুপু্স্বিতিতে ইশ্বর হারিয়ে যায় সময়ে থেকে যায় সৃষ্টি আপেক্ষিকতাই সময়াতীত হয়ে, ইশ্বর সমাধীর স্তরে স্তরে………………..