শাহেন শাহ

অদ্ভুদ খবর: নারীরা কবরেও নিরাপদ নয়!

Decrease Font Size Increase Font Size Text Size Print This Page

নারীরা এখন কবরেও নিরাপদ নয়।

ধর্ষক যুবকের বয়স ২৬/২৭ বছর।  সে কবর স্থানে পানি দেয়ার কাজ করতো। সে ও তার আরেক সহকর্মী মিলে ৪৮ টি মৃত নারীকে কবর খুঁড়ে তুলে ধর্ষণ করেছিল।

যুবক ৪৮টি ধর্ষনের কথা সরাসরি স্বীকার করলেও, দেখা গেছে, সে এরপর এককভাবে আরো কিছু ধর্ষণ করে। যুবক এখানে কখনো দু’টো/তিনটে এমন সংখ্যা বলে।

যুবক নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাযও পড়ত। মানুষের এমন পৈশাচিক আচরনে হতবাক বা বিহবল কোনোটাই হওয়া যায়না। এমন ধরনের ঘৃণ্য কাজের কি শাস্তি হতে পারে তা অনুধাবনই নয়।

http://youtu.be/M4Pg-teqraY

শৈলী.কম- মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল‍্যাটফর্ম এবং ম্যাগাজিন। এখানে ব্লগারদের প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর। ধন্যবাদ।


10 Responses to অদ্ভুদ খবর: নারীরা কবরেও নিরাপদ নয়!

You must be logged in to post a comment Login