Bangla!

অভ্র ডাউনলোড করুন

শুদ্ধ বানান চেকার

বাংলা কনভার্টার

বাংলা সেটআপ
বাংলা ঠিক মতো দেখাতে উইন্ডোজে কমপ্লেক্স স্ক্রীপ্ট ইন্সটল করতে হবে। না করা থাকলে, ফায়ারফক্স বা মোজিলা এবং কখনও কখনও ইন্টারনেট এক্সপ্লোরারও সমস্যা করে।

কমপ্লেক্স স্ক্রীপ্ট পাবেন এখানে বা এখানে

এবার প্রয়োজন একটি ভালো ইউনিকোড ফন্ট। ফন্ট পাবেন এখানে । ফন্টটি ইন্সটল উইন্ডোজের ফন্ট ফোল্ডারে কপি করে কন্ট্রোল প্যানেলে গিয়ে ফন্টস এ ক্লিক করুন। তারপর F5 চাপ দিন দুবার। এতে ফন্ট রিফ্রেশ হবে।

এবার আপনার ব্রাউজারকে এই ফন্টটি কে চিনিয়ে দিন বাংলা বর্ণ হিসেবে।

ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহার করলে,টুলস>ইন্টারনেট অপশনস মেনুতে গিয়ে ফন্টস এ ক্লিক করুন। এবার ল্যাংগুয়েজ স্ক্রীপ্ট বেঙ্গলী এবং ওয়েবপেজ ফন্ট BNG সিলেক্ট করুন।

ফায়ারফক্স ব্যবহার করলে, টুলস > অপশনস মেনুতে গিয়ে কনটেন্টস ট্যাবে ক্লিক করুন। এবার ফন্টস অ্যান্ড কালারস সেকশনের অ্যাডভান্সড বাটনে ক্লিক করুন। এবার ফন্টস ফর = বেঙ্গলী, সেরিফ=BNG, স্যান সেরিফ=BNG এবং মনোস্পেস = BNG সিলেক্ট করুন ।

ব্যস বাংলা সেটাপ হয়ে গেল। এরপর আপনার মোটামুটি নীচের ছবির মতো দেখতে পাওয়া উচিত শৈলীতকে:
শৈলীত যেমনটা দেখা উচিত

শৈলীতে বাংলা লিখতে
শৈলীতে জাভাস্ক্রীপ্ট ব্যবহার করে সহজেই বাংলা লেখা সম্ভব। যে কোন ফীল্ডে গিয়ে শর্টকাট কি প্রেস করুন।

* ইংরেজী টাইপ করতে Ctl+Alt+E বা Escape চাপুন
* ইউনিজয় পদ্ধতিতে বাংলা টাইপ করতে Ctl+Alt+U চাপুন
* বিজয় পদ্ধতিতে বাংলা টাইপ করতে Ctl+Alt+B চাপুন
* সামহোয়্যার-ইন ফোনেটিক পদ্ধতিতে বাংলা টাইপ করতে Ctl+Alt+P চাপুন
* প্রভাত পদ্ধতিতে বাংলা টাইপ করতে Ctl+Alt+V চাপুন

অনেক সময় বাংলা লেখার সমস্যা হতে পারে। সেক্ষেত্রে আমরা আপনাকে অভ্র বাংলা কিবোর্ড টুলটি ব্যবহার করতে বলবো। অভ্র (বিকল্প) অথবা অভ্র পোর্টেবল (বিকল্প) বাংলা কিবোর্ড টুল ডাউনলোড করুন এখান থেকে। এছাড়া একটি অনলাইন লেখনী ও কনভার্টার পাবেন এখান থেকে।