আমি আর অন্য কেউ . .
আমি আর অন্য কেউ . . .. . .
– জসিম উদ্দিন জয়
আমি আমাকে ভালোবেসেছি,
আমি বুঝেছি, না বুঝেও হেসেছি।
মৃদু হাসি ছিলো বুঝি মুখে,
সহ¯্র ব্যথার অজানা সুখে।
শতাব্দীর আধারে একটি প্রদীপ
মরিচিকায় মিলিয়ে গেছে,
যার সলতে ফুড়িঁয়ে গেছে।
অনেক আগেই ,
আমি শুনেছি, আত্মার ভেতর
সমুদ্রের গর্জন,
গর্জে উঠা প্রাচীন পিপাসায়
নিষ্পাপ ভালোবাসাটি
অযতেœ অবলিলায়ৃ
হয়েছিলো বর্জন।
আমি আমাকে ভালোবেসেছি,
আমি বুঝেছি, না বুঝেও হেসেছি।
মানুষত কত কারনেই দুঃখী হয়
দারিদ্রতা, হতাসা নিরাশা,
কিংবা প্রিয়জন থেকে দূরে সরে যাওয়া
বা ফিরে আসা।
আমি বুঝেছি না বুঝেও হেসেছি,
আমি শুধুই আমি
আর অন্য কেউ নয়..
আর অন্য কেউ টা বুঝি আমার দুঃখ . .. . . . ..।
You must be logged in to post a comment Login