Added on অক্টোবর 26, 2011
তৌহিদ উল্লাহ শাকিল
ভয়ঙ্কর সেই ধূলিঝড়
২৫শে মার্চ ২০১১ সালে কুয়েতে এ যাবত কালের সবচেয়ে বৃহৎ ধুলিঝড় হয় । সেই ঝড়ে প্রানহানি তেমন না ঘটলে ও জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে । গবেষনায় জানা যায় ইরাক ইরান এবং ফার্সি উপসাগরীয় অঞ্চল থেকে এর উৎপত্তি হয় । নিচে সেই ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের কিছু দুর্লভ ছবি নিয়ে এই ফিচার ।













by তৌহিদ উল্লাহ শাকিল
লেখালেখির আগ্রহ ছোট বেলা থেকে। কখন স্কুলের দেয়ালিকায়, কখন স্থানীয় পত্রিকায় (সাপ্তাহিক) এভাবে চলছিল । কিন্তু এখন ভাবি চেনা গন্ডির বাইরে কিছু করতে হবে । কিন্তু কতটুকু তা জানা নেই । তাই এলাম আপনাদের সাথে দেখি কি করা যায় । জন্ম সঠিক হিসাবে ৭ ই ডিসেম্বর ১৯৮১ কিন্তু সার্টিফিকেট অনুযায়ী ১লা জানুয়ারী ১৯৮৩ এই ভুলটা কেন জানি না। গ্রাম কুমিল্লা জেলার লাকসাম থানার অন্তর্গত কান্দিরপাড় গ্রামে। বংশ পরিচয় খন্দকার পরিবারে । বাবা মরহুম সৈয়দ আহমেদ বাচ্ছু। মা এবং এক ভাই নিয়ে ছোট সংসার। লেখা আমার নেশা আমি লিখি । কি লিখি জানিনা । তবে আপনাদের মতামত কে গুরুত্ব দেই অনেক ।
One Response to ভয়ঙ্কর সেই ধূলিঝড়
You must be logged in to post a comment Login