চারুমান্নান

কে তুমি ??

Decrease Font Size Increase Font Size Text Size Print This Page

কে তুমি ??

আমার সম্মুখে এতকাল পরে,
পথ আগলে দ্বাড়িয়ে যে পিছন ফিরে ; নদীর স্রোতের মত
পেরিয়েছি সময়,কাল, চেনা সব পথ ! আজ অচেনা সবুজ ঘাসের আচ্ছাদনে
ঢাকা পরেছে, চেনার উপায় নেই ।সময়ের নির্মম পরিহাস, মসৃণ ইট পাথরের দালানে নোনা ধরেছে
পরছে খসে ; শুধু কালের কথন বাজে আমার বুকের খাঁচায়
সেতো প্রজন্মের প্রতারিত দিক্ষা আমরই আরদ্ধ্য ।

আমি চিনতে পারিনি ??
সেই তুমি আমার কালের বাহক ; তোমাকে না পেয়ে জীবণ আমার
স্পর্তষি আলোয় মাতাল রোমাঞ্চিত স্বপ্নের ঝাঁক
মাছের পোনার মত আমার সব খানে সবক্ষণে আমার জুড়ে থাকে ।

কি করে আঁকবো তোমাকে ??
তোমার মুখটা এখনও দেখা হয়ে উঠেনি ! পিছন ফিরেই থাকবে ?
না হলে পথ ছাড় ? বেলা যে পরে এলো ;
সাঁঝের কুন্তলা বাজায় বেঁণু এসো বসি মুখোমুখি,
সাঁঝের মায়ায় করি চুম্বন !
তখনই না হয় দেখবো তোমায় ; প্রেম বসনে
২৪ অগ্রহায়ণ,১৪১৭ হেমন্তকাল !

শৈলী.কম- মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল‍্যাটফর্ম এবং ম্যাগাজিন। এখানে ব্লগারদের প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর। ধন্যবাদ।


2 Responses to কে তুমি ??

You must be logged in to post a comment Login