চারুমান্নান

ভালবাসার উম যত ;

Decrease Font Size Increase Font Size Text Size Print This Page

ভালবাসার উম যত ;

বলেছিল সে আসবে ফিরে !
কই সে তো এলো’না আর ?
সন কাল পেরিয়ে,
অনেক দিন চলে গেল ;
বিষন্ন গহবরে ডুবে মন
আশায় বুক বাঁধে সে আসবে এই ভেবে ভেবে ।

এমনি শীত অবসর
চোখ মুখে মাখে হাওয়ার শীতল পরশ,
কাঁপা ঠুঁটে, ধুঁয়া উঠে আকাশে নীল আঁধার
এমনি সাঁঝে তুমি আসবে বলেছিলে !
বলেছিলে ফিরে দিবে,
ভালবাসার উম যত ;

ঢেউ’য়ের উচ্ছ্বলতার মত
সাগড় বুকে তার সামান্য চাওয়া বিলায়,
সাগড় বিভাস ; অথচ তুমি পারলে না হতে
শীতের কাঁপনের একটু আশ্রয় ।
৪ পৌষ ১৪১৭,শীতকাল!

শৈলী.কম- মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল‍্যাটফর্ম এবং ম্যাগাজিন। এখানে ব্লগারদের প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর। ধন্যবাদ।


2 Responses to ভালবাসার উম যত ;

You must be logged in to post a comment Login