রাজন্য রুহানি

ভালোবাসা কারে ক

Decrease Font Size Increase Font Size Text Size Print This Page

ভালোবাসা কারে ক, জাইন্নে।
কিন্তুক তুমি তফাৎ গ্যালেগা পরান পুড়ে, এইডে ঠিক;
পালা কুইত্তেডা আরাইয়ে গ্যালে কইলজেডা মুছরায় যেমুন
পিঞ্জরে বন্দী ময়নাপাহিডাও
ম্যালাক্ষণ আওচাও না দিলে কেমুন জানি কিরবির কইরে ওঠে মাথাৎ।

চাওয়ার কাছে পাওয়ার কমতি অইলে আশাগুলান জীবন দিবের চা
সবুজ সবুজ বিক্ষ উড়মুড়ি মুক থুবড়াইয়ে পল্লে হায় হায় কাঁন্দে জবানচোরাডাও
পেঠুলি নদীত ডিঙ্গি বাইয়ে গঠনা যুদি দুর্গঠনায় ঘর বান্দে
চুনকালিনাগা চেহারা নিইয়ে কুঠায় কও কোন কাতারে যাইয়ে আমি খাঁড়া অই
ভাবনাৎ পইরে বুকের আড্ডি থত্থর থত্থর খালি কাঁফে
নাই নাই কইয়ে চক্কর মাইরে চিক্কার পারে দীঘলে দীঘলে শ্বাস
নক্ষবার কাইত ফিরাই কালাচাঁনঘুম আহে না যে, মুনে অয় পথ ভুইলে গ্যাছে

এমুন কইরে অঙ্গ জ্বলে যুদি
দুই চক্ষের কুনা বাইয়ে পড়ে পানি টপটপ টপটপ
কও দেহি কেমুন নাগে?
গোফনে খালি উড়াল দিবের চা এই ছটফটানি আত্মা…
য্যান দশখান তনে মায়াঘোর নিইয়ে নিলামের হাঁক পাড়ে দশদিক
‘পাশার দাইন গ্যাছেগা রে ভাই, বস্তুমায়া ছাইড়ে বিলীন অয়ে যা’
কী কইরে তুইচ্ছজ্ঞান মানি এমুন আজ্ঞা
আমার পরান পুড়ে…

জীবনে জীবন ঘইষে যুদি হলক না জ্বলে ঘুটঘুট আন্ধার গলির ভিতর
পোড়া পোড়া গুন্দু বারায় খালি আর মুনে করো মেজাজমর্জি ঠিক থাহে না তহন

আমি জাইন্নে ভালোবাসা কারে ক,
কিন্তুক পরান পুড়ে;
ভালোবাসা তাইলে কি পরানপোড়ার নাম?

৩ শ্রাবণ ১৪১৮

(কবিতাটি জামালপুরের আঞ্চলিক ভাষায় লিখিত।)

শৈলী.কম- মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল‍্যাটফর্ম এবং ম্যাগাজিন। এখানে ব্লগারদের প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর। ধন্যবাদ।


10 Responses to ভালোবাসা কারে ক

You must be logged in to post a comment Login