Mons

‘হে মানুষ শোনো!’

Decrease Font Size Increase Font Size Text Size Print This Page

বিসমিল্লাহির রহমানীর রাহীম, আশা করি সৃষ্টিকর্তা আপনাদের সবাইকে ভালো রেখেছেন। আমিও আলহাদুলিল্লাহ ভালো।এটা আমার প্রথম টিউন। ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

আমরা অনেকেই কুরান পড়তে পারি না, আবার পড়তে জানলেও এর অর্থ জানিনা। এরই ধারাবাহিকতায় শ্রদ্ধেয় গুরুজী মহাজাতক শহীদ আল বোখারী সম্পুর্ণ বাংলায় কুরানের বাণী সংবলিত সিডি “হে মানুষ শোনো” প্রকাশ করেছেন।
এই সিডিতে আরো রয়েছে আল-হাদীসের মর্মবাণী,সর্বোত্তম আদর্শ,সৎকর্ম, দোয়া, এবং বিদায় হজ্বের বাণী।
পুরো রমজান মাসে ইফতারের কিছু সময় আগে ট্র্যাকগুলো শনুন ভালো লাগবে। বিশেষ করে দোয়ার ট্র্যাকটি শুনুন।

(১) পরচর্চা ও গীবত বর্জন করুন। সব রকম ঝগড়া, ফ্যাসাদ, বিতর্ক ও চিত্কার-চ্যাঁচামেচি থেকে দুরে থাকুন।
(২) ফালতু আলোচনা ও গালগল্প থেকে বিরত থাকুন এবং যত বেশি সময় সম্ভব ধ্যানে বসে আল্লাহর মহিমা, গুণাবলি ও তাঁর নৈকট্য লাভের উপায় নিয়ে চিন্তা করুন।
(৩) প্রতিদিন অর্থসহ কমপক্ষে ১০ মিনিট কুরান-শরীফ পাঠ করুন।
(৪) নামজ জামাতে আদায় করতে সচেষ্ট থাকুন। প্রত্যেক নামাজের পর মনে মনে ৩৩বার সুবহানাল্লাহ, ৩৩বার আলহামদুলিল্লাহ, ৩৪বার লা-ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার তাসবীহ পাঠ করুন।
(৫) ইফতারের ১৫ মিনিট আগে ইফতারি সামনে নিয়ে সবাই মিলে বসুন। মনে মনে আল্লাহর মহিমা স্মরণ করুন।
নিজের ভুল-ত্রুটির জন্য তওবা করুন। দরূদ শরীফ পাঠ করুন। প্রতিদিন ইফতারের আগে নিজের ও অন্যের জন্যে বিশেষ একটি প্রার্থনা করুন।
“দোয়া”
(৬) শুধুমাত্র খেজুর ও পানি দিয়ে ইফতার করে মাগরিবের নামাজ আদায়ের পর সন্ধ্যার খাবার খেয়ে নিন। ভাজা-পোড়া ও রকমারি অস্বাস্থ্যকর খাবার পরিহার করে যথার্থ সংযমের পরিচয় দিন।

রমজানে প্রতিদিন ইফতারের আগে অথবা দিনের যে কোনো সময় নিচের অডিওগুলো শুনুন ভালো লাগবে এবং এ রমজানে এটি হবে সর্বাধিক সওয়াবের আমল। আপনার ভালো লাগলে অন্যকে শুনতে বলতে পারেন।

আপনি নিচের ডাউনলোড লিংক থেকে হে মানুষ সিডির ট্র্যাক গুলো ডাউনলোড করতে পারবেন।
Download:
পবিত্র কুরানের মর্মবানী: http://www.quantummethod.org.bd/sites/default/files/pobitro_al-quran-er_mormobani_0.mp3
সৎকর্ম:http://www.quantummethod.org.bd/sites/default/files/2_amole_saleh_ba_shotkormo.mp3
দোয়া: http://www.quantummethod.org.bd/sites/default/files/3_pobitro_al-quran-er_doa.mp3
আল-হাদীসের মর্মবাণী ১: http://www.quantummethod.org.bd/sites/default/files/al_hadith_er_mormobani_1.mp3
আল-হাদীসের মর্মবাণী ২: http://www.quantummethod.org.bd/sites/default/files/al_hadith_er_mormobani_2.mp3
বিদায় হজ্বের বাণী:http://www.quantummethod.org.bd/sites/default/files/6_biday_hajj-er_mormobani.mp3

শৈলী.কম- মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল‍্যাটফর্ম এবং ম্যাগাজিন। এখানে ব্লগারদের প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর। ধন্যবাদ।


You must be logged in to post a comment Login