জসিম উদ্দিন জয়

বুবু গো

Decrease Font Size Increase Font Size Text Size Print This Page

2222222
বুবু গো
———- জসিম উদ্দিন জয়

বুবু  আমি খাবে না । আমাকে খাইয়ে দিতে হবে।
তুই বড্ড জালাস, কথাটি বললো বুবু
দরজায় ঠুক ঠুক শব্দ করে রাজাকার কে
যেনে বলছে, স্যার এই ঘরটায় একটা কঁচি মাল আছে ।,
কোন কিছুই বুঝবার আগেই দরজা ভেঙ্গে ফেলে
খানসেনারা ……….
একে একে ধর্ষনের দৃশ্য দেখে
দৈড়ে পালিয়ে যায় ভাইটি তার
বুকে আগুন বেড়ে দ্বিগুন জ¦লন্ত  লাল চোখে
বলে  “আমি যুদ্ধে যবো।  আমি যুদ্ধে যাবো । আমাকে রাইফেলটি দাও…
আমার বুকে বড় একটা বোমা বোঁধে দাও, ……
যোদ্ধা করম আলী শিখিয়ে দিলো রাইফেল চালানো..
ব্যস
স্ফুলিংঙের মতে জ¦লে উঠা সাহস নিয়ে
ছুটে যায় খুব নিরবে খানসেনাদের ক্যাম্পে ।
ঠুস ঠুস ধারাম ধারাম শব্দে
কেঁপে উঠে  খান সেনাদের ক্যাম্প
কিছুক্ষণ পরে নীরব সবকিছুই নিরব. ।
শধু ধেওয়া আর ধেওয়া
ছিন্নভিন্ন  উলঙ্গ খান সেনারা পরে আছে,।
ঘৃণা নিয়ে বলে উঠে ‘‘জানোয়ারের বাচ্চা খান সেনা‘‘ ওয়াক থু …  থু …
তারপর খানিটা লুকানো দরজার পেছনে রক্তাত্ত আর ছিন্নভিন্ন ছ্যেড়া শাড়ী  নিয়ে
পরে আছে বুবু  ………..
ভাইটি তার  বুবুটিকে বুকে জড়িয়ে আকাশপ্রাণে বুক ফাটা চিৎকার দিয়ে বলে….
……. বুবু গো  ………. বুবু গো …. …..

শৈলী.কম- মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল‍্যাটফর্ম এবং ম্যাগাজিন। এখানে ব্লগারদের প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর। ধন্যবাদ।


You must be logged in to post a comment Login