বলছে তাপস …..
বলছে তাপস ….. সব কিছু বাকি থাক আমার হিসেব খাতা জুড়ে, শুধু বয়ে চলবে তীব্র নিলাচ্ছ্ন্ন দ্রাঘিমারেখা,সময় থাকবে আপন বিস্তার নিয়ে, ডুবন্ত কাদা জলে একটু হাতরে মিথ্যে স্বপ্ন নিয়ে বাড়ি ফেরা,তুমি আরেকটু অতৃপ্তি দাও তারপর নুতন ভাবে শুরু করার পালা……