চারুমান্নান

এসো সাম্যের গান গাই

এসো সাম্যের গান গাই এসো সাম্যের গান গাই এমন ফাগুনে বসন্তের হাওয়া মেখে মানবধন শতচুম্বনে বুকে রাখি আকাশ জুড়ে স্বপ্ন উড়ে ধরবো এসো দু’হাত দিয়ে বজ্রমুষ্ঠির উচ্চস্বরে অধিকারের ঝান্ডা ধরবো তুলে আধমরা সব বিপদগামী আঁধার পথের যাত্রি রূখবো ব্যথা জড়া কষ্ট হাতে রাখি হাত আদর্শের প্রাচীর গাঁথবো মিলে ১৪১৭@২৯ ফাল্গুন,বসন্তকাল!