বুলবুলিকে দাদুর চিঠি
দাদীর গলার ‘গুলগুলি’রে!
ও আমার ‘বুলবুলি’!
ছন্দে গড়া চিঠি পড়ে
মন কাঁদে ঝড় তুলি।
মিঞা বাড়ির ময়না-জবার
শেষ হয়েছে আড়ি,
তুমি আসার খবর শুনে
সাজছে সারা বাড়ি।
ভোর সকালে নামাজ শেষে
শিউলী কুড়াই আমি,
রাঙ্গা সুতায় মালা গাঁথি,
গলায় দিও তুমি।
পুতুল গুলো আছে ভালো,
গোসল দিলাম আজি।
ডুবলো যেটা পুকুর জলে,
সেটা ভীষণ পাজি!
মিমি এখন ব্যস্ত ভীষণ
তিনটি ছানা তার,
খাবার সময় পাছে থাকার
পায় না সময় আর।
লাল গাভিটা মা হয়েছে
দুষ্টু বাছুরখানা,
আসলে তুমি পাবে খেতে
খাঁটি দুধের ছানা।
মজিদ মিঞার ভীষণ অসুখ,
গতর পোড়ে জ্বরে,
ডাক্তার দেখে লুকায় গিয়ে,
ইনজেকশানের ডরে।
‘টুমি’ তোমার খেলার সাথী!
আমি অনেক দূরে,
সাথে তারে নিয়া আইসো,
দেখবো কেমন উড়ে!
নদী এখন শুকিয়ে গেছে,
ডিঙ্গি নাহি চলে,
কলার ভেলা বানিয়ে দেবো
ভাইসো পুকুর জলে।
দড়ি বেঁধে টানবো আমি,
তোমার সখের ভেলা।
খুশি হয়ে বলবে, “দাদু !
জোরসে টানো মেলা।”
ইস্টিশনে বইসা থাকি,
আসবে তুমি কবে?
তোমায় পেয়ে বিরান বাগান,
ফুলে পূর্ণ হবে ।।
গুলগুলি; গলায় পরার এক প্রকার অলংকার
http://morubedouin.wordpress.com/
http://www.shobdoneer.com/morubedouin/11290#comments
http://ekusheyblog.net/test/#/?p=5383







সেরা বাংলা ব্লগ পুরস্কার পেলো -শৈলী














9 Responses to বুলবুলিকে দাদুর চিঠি
You must be logged in to post a comment Login