বিজ্ঞাপণ

Advertisement target

জনপ্রিয় ও বহূল পরিচিত প্ল্যাটফর্ম এই শৈলী ম্যাগাজিন এ বিজ্ঞাপণ দিতে আগ্রহীরা প্রয়োজনীয় তথ্য ও সুবিধাদী সম্পর্কে জানতে নিজ নিজ প্রতিষ্ঠানের নাম, সংক্ষিপ্ত পরিচিতি, প্রাতিষ্ঠানিক ইমেইল আইডি, যোগাযোগের ঠিকানা, ফোন নম্বর এবং যিনি ইমেলটি করছেন তাঁর নিজের নাম, প্রাতিষ্ঠানিক পদ/পদবি ও ফোন নম্বর জানিয়ে লিখুন shoilyblog@gmail.com এই ইমেইল ঠিকানায়।

পণ্য বা সেবা প্রচারের আদর্শ মাধ্যম হতে পারে সাহিত্যভিত্তিক ওয়েব সাইট। আপনার পণ্য বা সেবা প্রচারে আমরা আপনাকে দিচ্ছি সর্বোচ্চ সুযোগ সুবিধা। যেমন-

  • ওয়েব সাইটের নিদৃষ্ট স্থানে ইমেজ (চিত্র), টেক্সট (লেখা) অথবা ভিডিও অ্যাড দেবার সুযোগ।
  • স্পন্সর ব্লগ পোস্ট যা কিনা ১ সপ্তাহ বা তারও বেশিদিন সাইটের হোমপেজে রাখা হবে।
  • মাসে ২ বার আমাদের ফেসবুকের ফ্যানপেজ থেকে আপনার পণ্য বা সেবার প্রচার করা হবে।
  • প্রডাক্ট বা সেবার রিভিউ ব্লগ পোস্ট আকারে সাইটে প্রকাশ করা।
  • ইমেইল সাবস্কাইবারদের কে মেইলের মাধ্যমে প্রডাক্ট বা সার্ভিসের তথ্য প্রচার করা।

বিশেষ দ্রষ্টব্য যে, বিজ্ঞাপণের জন্য নির্ধারিত জায়গাটিতে বিজ্ঞাপণ সংক্রান্ত যে কোন বিষয়বস্তু, ছবি ও লেখার জন্য শৈলী ব্যবহারকারী বা কর্তৃপক্ষ সম্পৃক্ত নয়/থাকবেনা।