ফেরদৌসী প্রিয়ভাষিণী

বাসার সামনে দিয়ে সারাদিন সুর করে ডাকতে ডাকতে ফেরিওয়ালারা চলে যেত৷ কি এক অমোঘ আকর্ষণে তিনি চলে যেতেন তাদের কাছে৷ আসতো বায়স্কোপওয়ালা, নানা রকম ছবি দেখাত৷ রানীর ছবি, তাজমহল, নায়িকাদের ছবি আরো কত কি৷ পাঁচটা ছবির জন্য দিতে হতো পাঁচ পয়সা৷ ছোট্ট প্রিয়ভাষিণীর মন মানতে চাইতো না৷ সময় শেষ হলেও তিনি নড়তেন না বায়স্কোপের সামনে থেকে৷ তাঁর চোখ আটকে থাকতো বায়স্কোপওয়ালার নানা রকম ছবির উপর৷ জোর করে ধাক্কা দিয়ে তাঁকে সরিয়ে দেয়া হতো৷

ছোট্টবেলায় বায়স্কোপওয়ালার ছবির প্রতি আটকে থাকা সেই চোখ জোড়া দিয়েই তিনি পরবর্তীতে প্রকৃতির মাঝে খুঁজে পেয়েছেন এক শৈল্পিক রূপ৷ প্রকৃতির মগ্নতার মাঝেই তাঁর চিন্তার মূর্তরূপ ভেসে ওঠে৷ নিতান্তই তুচ্ছ গাছের ডাল, শেকড়-বাকড় আর পরিত্যক্ত কাঠের টুকরা, পোড়া কাঠ আর শেওলা ধরা ভাঙ্গা বাঁশের টুকরা, পচতে থাকা কাঠের টুকরা, অযত্নে বেড়ে ওঠা কোনো উদ্ভিদ এর মাঝে তিনি আবিষ্কার করে ফেলেন নানা শৈল্পিক অবয়ব৷ তাঁর মায়াময় হৃদয়ের ছোঁয়ায় এই সব পরিত্যক্ত সামগ্রী হয়ে উঠে স্নিগ্ধতায় ভরা এক একটি শিল্পকর্ম৷ শুধু তাঁর শিল্প কর্মই নয়, সংগ্রামী জীবন আর গভীর জীবন বোধের কারণেও তিনি এদেশে আজ সমাদৃত৷ তীব্র বঞ্চনাবোধ আর যুদ্ধময় জীবন৷ তবুও থেমে থাকেননি তিনি৷

তিনি হলেন আমাদের প্রিয় ভাস্কর ফেরদৌসি প্রিয়ভাষিণী ৷ তিনি এমনই একজন অনন্য অসাধারণ শিল্পী যাঁর শিল্পকর্ম শিল্পের ইতিহাসের চেনা পথে অগ্রসর হয়নি৷ আমাদের দেশের শিল্পচর্চায় তিনি যুক্ত করেছেন এক নতুন ধারার৷ এ ছাড়া তাঁর সংগ্রামী জীবন মানব সমাজে অনুসরণীয় ও বিরল দৃষ্টানত্ম হয়ে বেঁচে থাকবে যুগ যুগ ধরে৷

১৯৪৭ সালের ১৯ ফেব্রুয়ারি খুলনা শহরে নানার বাড়িতে জন্মগ্রহণ করেন ফেরদৌসী প্রিয়ভাষিণী৷ ডাক বাংলোর মোড়ের সেই বাড়ির নাম ছিল ‘ফেয়ারী কুইন’ (Fairy Queen /’পরীর রাণী’)৷ তাঁর মা রওশন হাসিনা ও বাবা সৈয়দ মাহবুবুল হক৷ প্রিয়ভাষিণীর ব্যক্তি ও শিল্পী জীবনে নানা বাড়ির প্রভাব অপরিসীম৷ এই নানা বাড়িতেই কেটেছে তাঁর শৈশব-কৈশোরের মধুর দিনগুলো৷ প্রকৃতির সাথে মিলে-মিশে একাত্ম হবার প্রথম সুযোগ ঘটে এখানেই৷ ফেরদৌসি প্রিয়ভাষিণীর নানা এ্যাডভোকেট আব্দুল হাকিম কংগ্রেস করতেন৷ ১৯৫৪ সালে যুক্তফ্রন্টের শাসনকালে স্পীকার হয়েছিলেন তিনি৷ ১৯৫২ সালে তাঁর নানা সুপ্রিম কোর্টে কাজ করার উদ্দেশ্যে ঢাকা চলে আসেন৷ প্রিয়ভাষিণীও নানার পরিবারের সাথে ঢাকায় চলে আসেন৷ তখন তাঁর বয়স পাঁচ পেরিয়েছে৷ জীবনে প্রথম বারের মতো স্কুলে যাওয়া শুরু করেন-টিকাটুলির ‘নারী শিক্ষা মন্দির’ এ৷ নানা স্পীকার হবার সুবাদে তাঁরা চলে আসেন মিন্টু রোডে, ভর্তি হন সিদ্ধেশ্বরী গার্লস স্কুলে৷ শহীদ জননী জাহানারা ইমাম ছিলেন তখন ঐ স্কুলের প্রধান শিক্ষিকা৷ পরীক্ষায় ফলাফল যাই হোক, প্রিয়ভাষিণী নিয়মিত স্কুলে উপস্থিত থাকার জন্য প্রতি বছর পুরস্কার পেতেন৷ এর পেছনে কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, পড়াশোনার টানে যে প্রতিদিন স্কুলে যেতাম, তা কিন্তু নয়৷ স্কুলে যেতাম আসলে জাহানারা ইমাম-কে দেখতে৷ তাঁকে একদিন না দেখে থাকতে পারতাম না৷

স্কুলের পাশাপাশি প্রিয়ভাষিণী পরিবারেও পেয়েছিলেন শিল্প-সংস্কৃতি চর্চার পরিবেশ৷ সেই সাথে খালাদের কঠোর শাসন৷ বড় মামা নাজিম মাহমুদ নাটক লিখতেন, গান লিখতেন-নিজে গান করতেন, আবৃত্তি করতেন৷ মেজ মামা সেলিম বুলবুল গান করতেন৷ তবলার উপর একটা বইও লিখেছেন তিনি৷ আর খালারাও ছিলেন আবৃত্তি ও গানে পটু৷ কাজেই স্বাভাবিক ভাবেই এঁদের মননশীলতার ছোঁয়া প্রিয়ভাষিণীকেও আলোড়িত করে৷ তখন থেকেই আবৃত্তি আর গানের প্রতি তাঁর ঝোঁক তৈরি হয়৷

প্রিয়ভাষিণীর মা-বাবার জীবন ছিল কিছুটা এলোমেলো৷ সৈয়দ বংশের বাবার ছিল বংশ গরিমা৷ বাবা তাঁর মাকে প্রায়ই অত্যাচার করতেন৷ তাই তাঁর নানা সব সময় চাইতেন মাসহ প্রিয়ভাষিণীকে নিজের কাছে নিয়ে রাখতে৷ কিন্তু তাঁর বাবা তাঁদের নানা বাড়িতে থাকা নিয়ে ঝামেলা করতেন৷ তাই বাধ্য হয়েই ১৯৫৬ সালের দিকে ৯ বছর বয়সে প্রিয়ভাষিণীকে চলে আসতে হয় বাবার কাছে৷ তাঁর বাবা তখন খুলনার দৌলতপুর কলেজে কমার্স এর অধ্যাপক ছিলেন৷ যদিও তাঁর দাদার বাড়ি ফরিদপুর শহরের চর কমলাপুর রোডে৷ বর্তমানে যার নাম হয়েছে খান বাহাদুর ইসমাইল হোসেন রোড৷ দাদা সৈয়দ জহুরম্নল হক ছিলেন বড় লাটের ‘কেয়ার টেকার’৷ তাঁর চিন্তা-ভাবনাও ছিল তত্‍কালীন ইউরোপীয় সাহেবীদের দ্বারা প্রভাবিত৷ তিনি বাড়িটিও তৈরি করেছিলেন ইউরোপীয় ঢঙে৷ প্রিয়ভাষিণীর বাবা ঘরের মানুষদের উপর অত্যাচার করলেও বাইরে তাঁর ভাল মানুষ আর জ্ঞানী ব্যক্তি হিসেবে বেশ সুনাম ছিল৷

বাবার কর্মস্থল দৌলতপুরে এসে তিনি ‘বীনাপানি’ পাঠশালায় ভর্তি হন৷ এই পাঠাশালার স্মৃতি তাঁর জীবনে আজও অম্লান হয়ে আছে৷ পাঠশালার বেঞ্চে আর খুঁটিতে লেখা থাকতো টুকরো টুকরো নানান অর্থহীন কথা- I love you, খুকি+রমজান, আমরি বাংলা ভাষা আরো কত কি৷ এর সবই পরবর্তীতে তাঁর করা ভাস্কর্য ‘বীনাপানি পাঠশালা’ তে ঠাই পেয়েছে৷ নানা সমস্যার মধ্যেও অনিয়মিত হিসেবে খুলনা পাইওনিয়ার গার্লস স্কুল থেকে তিনি এসএসসি ও গার্লস কলেজ থেকে এইচএসসি ও ডিগ্রি পাস করতে সক্ষম হন৷

বাবা-মায়ের ১১ সন্তানের মধ্যে প্রিয়ভাষিণী সবার বড়৷ বয়সে বড় হওয়ায় মায়ের কাজে সহযোগিতা করতে ছোট ভাই-বোনদের সামলে রাখতে হত প্রিয়ভাষিণীকেই৷ আর এ কারণে প্রায়ই তাঁর বিকেলের খেলা মাটি হয়ে যেত৷ এত সব ঝামেলার পরও পুতুল খেলা কামাই হতো না কখনও৷ পাড়ার মেয়েদের সাথে দুপুরের নির্জন সময়ে তিনি মেতে উঠতেন পুতুল খেলায়৷ বর-কনে সাজিয়ে রীতিমত ঘটা করে পুতুলের বিয়ে দিতেন৷ প্রিয় পুতুল মঞ্জুরিকাকে নিয়ে অনেক সময় বানিয়ে বানিয়ে গল্প বলতেন৷

খুব ছোট বেলা থেকেই অনেক মহত্‍ মানুষের সান্নিধ্যে আসতে পেরেছিলেন তিনি৷ অমস্নান দত্ত, কবি সুফিয়া কামাল, এস এম সুলতান থেকে শুরু করে খান সরওয়ার মুর্শিদ, জিল্লুর রহমান সিদ্দিকী ছাড়াও আরো অনেকের নৈকট্য লাভ করেছেন৷ কিন্তু এত কিছুর পরও বাবার শাসনে মনটা প্রায়ই হাপিয়ে উঠত তাঁর৷ মনে মনে ভাবতেন কবে ষোল বছর পূর্ণ হবে, কবে স্বাধীন হবেন৷ এই স্বাধীনতার লোভেই হয়তো ষোল বছর বয়সে প্রিয়ভাষিণী জীবনে প্রথমবারের মতো ভুল করে ভুল মানুষের প্রেমে পড়ে যান৷ প্রিয়ভাষিণী যার নাম দিয়েছেন ‘ষোড়শ সমস্যা’৷ এই ‘ষোড়শ সমস্যায় পড়ে তিনি ওই অল্প বয়সেই পছন্দের মানুষকে বিয়ে করে ফেলেন৷ কিন্তু সেই মানুষটির প্রতি বিমুখ হতে বেশি সময় লাগেনি তাঁর৷ কারণ হিসেবে তিনি জানান, তিনি প্রচুর মিথ্যাচার করতেন আর খুবই রক্ষণশীল ও মৌলবাদী ছিলেন৷ তাঁর প্রথম স্বামী তখন মেট্রিক পাশও করেননি অথচ তাঁকে বলেছিলেন তিনি গ্র্যাজুয়েট৷

কিন্তু তিনি দমে গেলেন না৷ ভাবলেন, যে মানুষকে ভালবাসা যায় তাঁর শিক্ষাগত যোগ্যতা নেই বলেই তাকে ছেড়ে চলে যাওয়া নৈতিক নয়৷ তাকে স্কুলে ভর্তি করে দিলেন৷ স্বামী কোনো কাজ করতেন না৷ ইতিমধ্যে সন্তানের মাও হয়েছেন প্রিয়ভাষিণী ৷ পরিবারের খরচ, সন্তানের খরচ সেই সাথে স্বামীর পড়ার খরচ-সব মিলিয়ে তীব্র অর্থ কষ্ট শুরু হয় তাঁর৷ ধার-দেনা যতটুকু করা সম্ভব সবই হয়েছে৷ তখন আর কেউ ধার দিতে চাইতো না৷ তাই প্রিয়ভাষিণী চাকরি করার সিদ্ধান্ত নেন৷ ১৯৬৩ সালে খুলনার আগা খান স্কুলে মাত্র ৬০ টাকা বেতনে চাকরি নিলেন তিনি৷ ২০/৩০ টাকা বেতনে তিন চারটা টিউশনি নিলেন৷ না খেয়ে থাকতে হয়েছে অনেক দিন৷ পরে স্কুলের চাকরি ছেড়ে একটা মিলে টেলিফোন অপারেটরের কাজ নেন তিনি৷ কিন্তু এত কিছুর পরও স্বামীর সাথে সম্পর্ক দিন দিন আরো খারাপ হতে থাকে৷ স্বামীকে ছেড়ে হয়তো তখনই চলে আসতেন, কিন্তু তিনি ভাবলেন,”তার সাথে আমার সম্পর্ক যতই খারাপ হোক, সে এখন আমার উপর নির্ভর করে আছে, আমার উপরই নির্ভর করে তার লেখা-পড়া, ভবিষ্যত্‍৷ আশ্রিত ব্যক্তিকে ফেলে চলে যাওয়াটা আমার ঠিক মনে হলো না৷ ফলে তার পড়ালেখা শেষ না হওয়া পর্যন্ত এ কষ্টটা আমাকে করতেই হলো৷” নিজের পড়ালেখা বন্ধ করে প্রচন্ড পরিশ্রম করে, পারিবারিক, সামাজিক নির্যাতন সহ্য করে তিনি স্বামীকে ইঞ্জিনিয়ার বানালেন, যদিও জানতেন তার সাথে বসবাস করা আর তাঁর পক্ষে সম্ভব হবে না৷ এত অল্প বয়সেই এ রকম পরিণত বিবেক এবং বলিষ্ঠ চরিত্রের অধিকারী ছিলেন তিনি৷

১৯৭১ সালে তাঁর সাথে প্রথম স্বামীর বিচ্ছেদ হয়ে যায়৷ যদিও বহুকাল আগেই তার সাথে সম্পর্ক ভেঙ্গে গিয়েছিল৷ স্বামীর সাথে বিচ্ছেদ হওয়ার পর যুদ্ধের সেই ভয়াবহতার মাঝে একা একজন নারী হয়েও তিনি সন্তানদের নিয়ে নতুন করে জীবন শুরু করার কথা ভাবছিলেন৷ আর ঠিক এরকম সময়ই তাঁর জীবনে নেমে আসে চরম বিপর্যয়৷ ১৯৭১ সালে এদেশের লক্ষ লক্ষ মেয়েদের মতো তিনিও পাক হানাদার বাহিনীর নির্যাতনের শিকার হন৷ মুক্তিযুদ্ধ নয় মাসে শেষ হয় ঠিকই কিন্তু তিনি যে জীবন যুদ্ধে জড়িয়ে গেলেন তার আর শেষ হলো না৷ তিনি যেখানেই গিয়েছেন সেখানেই তাঁকে নিয়ে একটা কানাঘুষা চলতো৷ কিন্তু তিনি কখনও বিচলিত হতেন না৷ সব সময় মাথা উঁচু করে চলেছেন৷ কারণ নিজের কাছে তিনি খুবই স্বচ্ছ ছিলেন৷ তিনি জানতেন তিনি কোন অন্যায় করেননি, কাজেই তাঁর কোন অসম্মান নেই৷ তবে সেই সংগ্রাম যে একটা মানুষের জীবনে কি দুর্বিষহ যন্ত্রনা সৃষ্টি করতে পারে তা বোঝা যায় তাঁর কথাতে, যে খালার সাথে একই জামা পড়ে, একসাথে খেলাধূলা করে বড় হয়েছি, সেই খালা-মামারা-যারা সারা জীবন এত সংস্কৃতি চর্চা করেছেন তাঁরা আমার উপর পাক হানাদারদের নির্যাতনের কারণে আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছেন৷ শুধু বড় মামা, মেজ মামা আর মা উদারভাবে কথা বলেছেন৷ কোন অনুষ্ঠান বা দাওয়াতে গেলে দেখা যেত সব মহিলারা একদিকে জটলা করে আমাকে নিয়ে কথা বলছে৷ আমি গেলেই সবাই একে একে সেখান থেকে সরে যেত৷ আমার দ্বিতীয় স্বামী যিনি সবকিছু জেনে বুঝেই আমাকে বিয়ে করেছেন, তিনিও একবার এই পরিস্থিতি দেখে আমাকে কোন দাওয়াতে বা অনুষ্ঠানে যেতে নিরুত্‍সাহিত করেছেন৷ আমি প্রতিবাদ করেছি, না আমি যাবই৷ আমি তো কোনো অপরাধ করিনি৷ তাহলে আমি কেন যাব না? যুদ্ধ শুধু নয় মাসই আমাকে ঠেকায়নি- সারা জীবনের জন্য সংগ্রামে ফেলে গেছে৷

এ সময়ের কথা ভাবতে গিয়ে প্রিয়ভাষিণী বলেন, “ঐ সময়ের কথা আমি ভাবতেও পারি না৷ গভীর ভাবে যখন আমি উপলব্ধি করতে যাই, তখন আমার সকল স্নায়ু শিথিল হয়ে যায়৷ আমি অসুস্থ হয়ে পড়ি৷ আবার সুস্থ হয়ে উঠতে আমার অনেক সময় লেগে যায়৷”

প্রথমবার যখন তিনি তাঁর বড় মামাকে জানালেন যে যুদ্ধের নয় মাসে তিনি কি ভাবে নির্যাতিত হয়েছেন তা দেশবাসীকে জানাতে চান৷ তাঁর মামা তখন অসুস্থ শয্যাশায়ী-সেই অবস্থাতেও তিনি তাঁকে উত্‍সাহ দিয়েছেন, শক্তি আর সাহস যুগিয়েছেন৷ এমনই উদারমনা আর প্রগতিশীল ছিলেন তিনি৷ প্রিয়ভাষিণী বলেন, “আমি খুব বড় হবার জন্য, মানুষের স্বীকৃতি পাবার জন্য যে এ নির্যাতনের কথা সবাইকে বলেছি তা নয়, আমি বলেছি আমার মতো আরো লাখো মা-বোনেরা যাঁরা নির্যাতিত হয়েছেন বিভিন্ন সময়ে, তাদের কথা ভেবে৷ তাঁরা যাতে শক্তি পায়, সাহস পায়, খোলস ছেড়ে বেড়িয়ে আসে-সে জন্য তাঁদের সামনে উদাহরণ সৃষ্টি করতে চেয়েছি৷”

যুদ্ধের পর ১৯৭২ সালে প্রিয়ভাষিণী দ্বিতীয়বার বিয়ে করেন৷ তাঁর দ্বিতীয় স্বামী আহসান উল্লাহ আহমেদ ছিলেন প্রথম শ্রেণীর কর্মকর্তা৷ যেখানেই যেতেন একটা বিশেষ মর্যাদার আবরণ তাঁকে ঘিরে থাকতো৷ নানা রকম নিয়ম-কানুন আর রীতি মেনে তাঁকে চলতে হতো৷ সামাজিক প্রত্যাশা পূরণের চাপ ছিল৷ ১৯৭২ থেকে ১৯৭৭ পর্যন্ত এই ছয় বছর প্রিয়ভাষিণী একজন গৃহবধু হিসেবেই জীবন-যাপন করেছেন৷ কিন্তু যেখানেই যেতেন প্রথম শ্রেণীর কর্মকর্তার স্ত্রী হিসেবে তাঁকে নানা বিষয় হিসেব করে চলা-ফেরা করতে হতো৷ বাসে চড়া যাবে না, রিকশায় চড়া যাবে না-এমনি নানান কিছু৷ তাই তিনি ঠিক করলেন আবার চাকরি করবেন৷ ১৯৭৭ সাল থেকে ১৯৯৮ পর্যন্ত তিনি একটানা কাজ করে গেছেন ৷ টেলিফোন অপারেটর হিসেবে যেমন কারখানায় কাজ করেছেন, তেমনি UNDP, UNICEF, FAO, কানাডিয়ান দূতাবাস প্রভৃতি অনেক বড় বড় প্রতিষ্ঠানেও কাজ করেছেন৷ কাজ করতে গিয়েও তাঁকে অনেক সমস্যায় পড়তে হয়েছে৷ বাচ্চাদের রেখে কাজে যেতে সমস্যা হতো৷ কেউ তাদের দেখাশোনা করতো না৷ তাঁকেই সবদিক সামাল দিতে হয়েছে৷ স্বামীর পরিবারের সদস্যরা তাঁকে নানাভাবে নির্যাতন করতেন, মুক্তিযুদ্ধের সময় পাকবাহিনীর নির্যাতনের বিষয় নিয়ে তাঁকে নানা কথা বলতেন৷

এতকিছুর পরও তিনি পরম যত্নে বড় করে তুলেছেন তাঁর ছয় সন্তানকে৷ বড় ছেলে কারু তিতাস, মেজ ছেলে কাজী মহম্মদ নাসের, ছোট ছেলে কাজী মহম্মদ শাকের (তূর্য্য)৷ তিন মেয়ে-রাজেশ্বরী প্রিয়রঞ্জিনী, রত্নেশ্বরী প্রিয়দর্শিনী, ফুলেশ্বরী প্রিয়নন্দিনী৷

তীব্র বঞ্চনাবোধ থেকেই বের হয়ে এসেছে প্রিয়ভাষিণীর শিল্প৷ ১৯৭৭ সালে তিনি নিজেকে আবার ফিরে পেলেন৷ উপলব্ধি করলেন, না একটা কিছু করতে হবে৷ আর সেকারণে তিনি সেসময় ব্যস্ত থাকার চেষ্টা করতেন৷ কিন্তু হাজার মানুষের মাঝেও তাঁর একাকীত্বটা তাঁকে পেয়ে বসতো৷ প্রকৃতির মাঝে যে মৌনতা আছে, যে একাকীত্ব আছে তাই আবার বহুকাল পরে তাঁকে টেনে নিল৷ তাঁর বিষন্নতা, মোহময়তা তাঁর মাঝে নানা ছবি গড়ে তুলতে শুরু করলো৷ তখনই তিনি ঝরা পাতা, মরা ডাল আর গাছের গুড়িতে অবয়ব খুঁজে পেলেন৷ বিষন্নতা তাঁর খুব ভাল লাগে, প্রকৃতির মগ্নতার মাঝে তাই তিনি তাঁর চিন্তার মূর্তরূপ খোঁজেন৷ স্বামীর চাকরির কারণে যখন গ্রামে থাকতেন, তখন চারপাশের প্রকৃতিতে যা কিছু পেতেন তাই দিয়ে সুন্দর করে ঘর সাজাতে চেষ্টা করতেন৷ তখন ফুলের টবে গাছ লাগাতেন সুন্দর করে৷ মূলতঃ ঘর সাজানো এবং নিজেকে সাজানোর জন্য দামী জিনিসের পরিবর্তে সহজলভ্য জিনিস দিয়ে কিভাবে সাজানো যায় তার সন্ধান করা থেকেই তাঁর শিল্পচর্চার শুরু৷

ফেরদৌসি প্রিয়ভাষিণীর শিল্পকর্ম দেখে অনেকেই মুগ্ধ হতেন৷ শিল্পী এস এম সুলতান এসে তাঁর চোখ খুলে দেন৷ শিল্পী সুলতানের সাথে তাঁর খুব ছোট বেলায় দেখা হয়েছিল-১৯৫৯ সালে, দৌলতপুর কলেজে৷ তখনও এস এম সুলতান শিল্পী হিসেবে এত সুনাম অর্জন করেননি৷ বড় অদ্ভূতভাবে তখন তাঁর সাথে দেখা হয়েছিল প্রিয়ভাষিণীর৷ এরপর দীর্ঘদিন আর তাঁর দেখা মেলেনি৷ ২৬ বছর পর ১৯৮৫ সালে আবারো দেখা হয় এস এম সুলতানের সাথে৷ একদিন সুলতান তাঁর কাজ দেখে মুগ্ধ হয়ে বললেন, “তুমি তো একজন শিল্পী! হেনরি মুরের সৌন্দর্য্য নিয়ে এসেছ তুমি তোমার ভাস্কর্যে৷” সুলতান তাঁকে বড়মাপের শিল্পী হিসেবে তুলে ধরেছেন জাতির সামনে৷

ভাস্কর্যের প্রদর্শণী করা প্রিয়ভাষিণীর পছন্দের নয় কিন্তু বাধ্য হয়ে তাঁকে করতে হয়৷ কারণ তাঁর বাসায় এগুলো রাখার মত জায়গা নেই, অন্যদিকে এগুলো করতে অনেক ব্যয় হয় তাঁর৷ তিনি নিজ হাতে কাঠ কাটা, ঘষা-মাজা করা এখন আর করতে পারেন না৷ এজন্য দুজন লোক রাখতে হয়৷ তাদের থাকা খাওয়া আর বেতন বাবদ মাসে নূন্যতম ১৫ হাজার টাকা খরচ হয়৷ এ টাকা তাঁকেই জোগাড় করতে হয়৷ সংসারের খরচ তো আছেই৷ সবকিছু চিন্তা করেই তিনি তাঁর ভাস্কর্য নিয়ে প্রদর্শণী করেন৷

তাঁর প্রথম আনুষ্ঠানিক প্রদর্শনী হয় যশোরে শিল্পকলা একাডেমিতে৷ এস এম সুলতান সে প্রদর্শনীর ব্যবস্থা করেছিলেন৷ তিনি দেখিয়েছিলেন নিম্ন আয়ের মানুষেরা কিভাবে মাত্র দশ হাজার টাকার মধ্যে সুন্দরভাবে ঘর সাজাতে পারে৷ বাঁশ আর কাঠের বিভিন্ন আসবাবপত্রের প্রদর্শনী ছিল সেটা৷ প্রিয়ভাষিণীর প্রদর্শনী দেখে বিশিষ্ট শিল্পী হাশেম খান মন্তব্য করেছেন, “প্রিয়ভাষিণীর শিল্পকর্ম দেখে আমি বিস্মিত৷ তিনি অত্যন্ত উঁচু মানের ভাস্কর্য তৈরি করছেন৷ তাঁর এই সৃষ্টি আমাদের দেশের ভাস্কর্য নির্মাণে নতুন ধারা সৃষ্টি করেছে৷”

এরপর অারো কয়েকবার তাঁর কাজের প্রদর্শনী হয়েছে৷ এর মধ্যে অাছে ২০০৭ সালের জুলাই মাসে বেঙ্গল গ্যালারির প্রদর্শনী, ২০০৮ সালের আগস্টে ডট গ্যালারিতে প্রদর্শনী এবং অন্যান্য।

প্রিয়ভাষিণী যে ভাবে ফেলে দেওয়া, ফুরিয়ে যাওয়া কাঠের টুকরা, শেকড়, গাছের গুড়িকে তুলে এনে নতুন জীবন দিচ্ছেন তা অসাধারণ৷ এটা তাঁর নিজের জীবনের সাথে মিলে যায়৷ কারণ যুদ্ধের সময় তিনি পাক সেনাদের অত্যাচারে প্রায় ফুরিয়েই যেতে বসেছিলেন কিন্তু সেখান থেকে তিনি আবার উঠে দাঁড়িয়েছেন৷ এদেশের শিল্পচর্চার ইতিহাসে তাঁর কাজ স্থায়ী জায়গা করে নেবে বলে বোদ্ধামহলের বিশ্বাস৷ তিনি নীরবে-নিভৃতে কাজের মাধ্যমে বাঙালীর অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা পালন করে যেতে চান৷ কুমারী মায়েদের পুনর্বাসন, আশ্রয়হীন শিশুদের জন্য কাজ করারও ইচ্ছে আছে তাঁর৷ রোড আইল্যান্ডগুলোকে কাজে লাগানোর কথা ভাবেন৷ আর স্বপ্ন দেখেন সারা বাংলায় পথে পথে গাছ লাগিয়ে দেয়ার৷ ইতিমধ্যে তিনি বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছেন৷ বাংলাদেশে সাবেক মার্কিন রাষ্ট্রদূত হ্যারি কে টমাসের স্ত্রী মুগ্ধ হয়ে বলেছিলেন, তাদের দেশে প্রিয়ভাষিণীর এ মডেল তারা অনুসরণ করবেন৷

মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি সৃষ্টি করে যেতে চান৷ যুদ্ধকালীন নির্যাতনে বিধ্বস্ত প্রিয়ভাষিণী ধৈর্য্য আর পরিশ্রমকে পুঁজি করে সমাজে ঘুরে দাঁড়িয়েছেন৷ শেষ বয়সে এসে কারুশিল্পের একজন নিপুন কারিগর হিসেবে আবির্ভুত হলেন তিনি৷ তাঁর নিপুন হাতের ছোঁয়া ছড়িয়ে পড়ুক গ্রামবাংলার প্রতিটি আনাচে-কানাচে৷

এক নজরে ফেরদৌসি প্রিয়ভাষিণী
নাম: ফেরদৌসি প্রিয়ভাষিণী ৷
মাতার নাম: রওশন হাসিনা৷
পিতার নাম: সৈয়দ মাহবুবুল হক৷
জন্ম: ১৯৪৭ সালের ১৯ ফেব্রুয়ারি
জন্মস্থান: খুলনা জেলা শহরে নানার বাড়িতে (ডাকবাংলো মোড়ের কাছে)৷
পড়াশুনা: খুলনার পাইওনিয়ার গার্লস স্কুল থেকে এসএসসি এবং খুলনা গার্লস স্কুল থেকে এইচএসসি ও ডিগ্রি পাস করেন৷
পরিবার-পরিজন:
বাবা-মায়ের ১১ সন্তানের মধ্যে প্রিয়ভাষিণী সবার বড়৷ ১৯৬৩ সালে প্রথম বিয়ে করেন৷ পরে ১৯৭২ সালে প্রিয়ভাষিণী দ্বিতীয়বার বিয়ে করেন৷ তাঁর দ্বিতীয় স্বামী আহসান উল্লাহ আহমেদ ছিলেন প্রথম শ্রেণীর কর্মকর্তা৷ তাঁর ছয় সন্তান৷ তিন ছেলে ও তিন মেয়ে৷
কর্মজীবন:
১৯৭৭ সাল থেকে ১৯৯৮ পর্যন্ত তিনি অনেকটা পেটের দায়ে চাকরি করেছেন৷ কিছুদিন স্কুলে শিৰকতা করেছেন৷ টেলিফোন অপারেটর হিসেবে যেমন কারখানায় কাজ করেছেন, তেমনি UNDP, UNICEF, FAO, কানাডিয়ান দূতাবাস প্রভৃতি অনেক বড় বড় প্রতিষ্ঠানেও চাকরি করেছেন৷ শেষ বয়সে এসে নানা শিল্পকর্ম সৃষ্টিতে মনোনিবেশ করেন এবং তা অবিরামভাবে অব্যাহত রেখেছেন৷
শিল্পকর্ম:
মূলতঃ ঘর সাজানো এবং নিজেকে সাজানোর জন্য দামী জিনিসের পরিবর্তে সহজলভ্য জিনিস দিয়ে কিভাবে সাজানো যায় তার সন্ধান করা থেকেই তাঁর শিল্পচর্চার শুরু৷ তিনি দেখিয়েছিলেন নিম্ন আয়ের মানুষেরা কিভাবে অল্প খরচে সুন্দরভাবে ঘর সাজাতে পারে৷ ঝরা পাতা, মরা ডাল, গাছের গুড়ি দিয়েই মূলত তিনি গৃহের নানা শিল্প কর্মে তৈরি করেন৷
প্রদর্শনী:
তাঁর প্রথম আনুষ্ঠানিক প্রদর্শনী হয় যশোরে শিল্পকলা একাডেমিতে৷ এস এম সুলতান সে প্রদর্শণীর ব্যবস্থা করেছিলেন৷ এরপর অারো কয়েকবার তাঁর কাজের প্রদর্শনী হয়েছে৷

তথ্য সূত্র: ফেরদৌসি প্রিয়ভাষিণী নিজেই সাক্ষাত্‍কারের মাধ্যমে তথ্য দিয়েছেন৷

মুল লেখা: গুনীজনে.কম এ পোস্টকৃত
লেখক : রকিবুল হাসান