আহমাদ মুকুল

তুই

তোর কষ্টে নীল হলাম তুই দেখলি শাড়ির রং তোর বিরহে সাগর হলাম তুই খুঁজলি স্নানের জল। তোর বরাবর পত্র লেখা তুই বানাস হাওয়ার পাখা তোকে লেখা গান কবিতা ঠোঙা বানাস পাতায় পাতা তোরে নিয়া জলবিহারে ভাবলাম এবার ডুবে মরি শাড়ি ভিজবে নোংরা জলে বললি ভিড়া পাড়ে তরী।

 অরুদ্ধ সকাল

স্বপ্নরা অনুভূতি শূন্য

স্বপ্নরা তারপর; সে আধারিতে ছড়িয়ে দিলো স্বপ্নের রোশনাই; আমাকে কুড়াতে ডাকলো। আমি হাঁটু ভেঙ্গে বসতেই স্বপ্নরা এদিক ওদিক ছুটে পালালো, আমি ছুঁতে পারলাম না। আমি চোখের পুষ্পে গাঁথতে পারলাম না; স্বপ্নিল মাল্য অনুভূতি ঝিঁ ঝিঁ ডাকা এক রাতে, সে ছিলো আমার সাথে। স্পর্শ নিতে চাইলো; চোখে, কপালে, অধর, গ্রীবা সব চাইল, আমি ভাস্কর্যের মতো দিলাম। […]

 চারুমান্নান

যাক বয়ে যাক ফাগুন, বোশেখ

যাক বয়ে যাক ফাগুন, বোশেখ যাক বয়ে যাক ফাগুন, বোশেখ কুয়াশার আবির ঢেকে ডাক দিয়ে যায় হাওয়া, আকাশ ছোঁয়া ভালোবাসা ধরি এসো দু’জন মিলে। দুঃখ জরা রুখবো বেঁধে উল্লাস ছুঁইয়ে বাঁচবে জীবন, গাইবো গান পাখির সুরে বেহুলার ভেলায় ভাসবো দু’জন। রংধনুর সাত রং এ রাঙ্গা হবে জীবন মোদের, নীলকাশের নীল মেখে বাঁচবো মোরা সুখে দুঃখে। […]

 পাশা

কখনো চাইনি

কখনো চাইনি তুমি সমুদ্র সেচে দাও কখনো বলিনি কুড়িয়ে দাও নুড়ি। আমি চাই তুমি দখিনা হাওয়া উপেক্ষা করে হিজল তলে আমার জন্য অপেক্ষা কর। যদি ডুবে যাই অথই সমুদ্রে তুমি নেমে পড় আমার সন্ধানে, এটাও আমি চাই না। আমি এও চাইনা তুমি বহন কর আমার নিথর কুশিলব। শুধু লোকদের জানিয়ে দিও, ওখানে সলিল সমাধি আছে, […]