খুঁজে ফিরে পথিক
খুঁজে ফিরে পথিক
যখন কেয়া পাতা বাঁসি বাজায়
ঢলে পরা চাঁদের ছুটে চলা মেঘের আলো আঁধারীতে
ভাবনার ঢেউ গুনে গুনে ক্লান্ত পথিক
ক্লান্ত শুভ্র সমুদ্রচিল
কেয়া বনের একটু উঞ্চতায় নীলকাশের স্বপ্ন বুনে
আলো আঁধারীর বর্ণীল খেলায় ঢেউ মাতে
পথ ভুলে যায় নাবিক তার
কালের চিহূ আকাঁ মন বেদিতে অর্পিত পুজার অর্ঘ
ননাজলে ভেসে যায়
ঢেউ’য়ের সোহাগী কান্নায়
রাতভর জাহাজ মাস্তূলে তারারা জেগে রয়
সাগড় পারের নোনাধরা পথিক
সৈকতের নিত্য অচেনা পথে হাঁটে
মুছে যাওয়া ঢেউ’য়ের পথ মাছরাঙা মগ্নতায়
খুঁজে ফিরে পথিক
পথভুলা নাবিকের শামুক খোল চোখ
দিক নির্দেশনার বিবর্ণ হাওয়া পথের নেশায় পেয়ে বসে
জাহাজ মাস্তূলের আকাশ ছোঁয়া স্বপ্ন
কুয়াশার চাদরে রাত জেগে রয়
১৪১৮@৪ জ্যৈষ্ঠ, গ্রীষ্মকাল






সেরা বাংলা ব্লগ পুরস্কার পেলো -শৈলী














5 Responses to খুঁজে ফিরে পথিক
You must be logged in to post a comment Login