যুগের মালী
কর্কট ক্রান্তি মকর ক্রান্তি ছাড়িয়ে
উত্তর থেকে দক্ষিন মেরু, বিষুব রেখা পেরিয়ে
অশান্ত ঝর বইছে পৃথিবী জুড়ে
লক্ষ জনের অশ্রু ঝরিয়ে বিষাদের সুরে।
এটম নাপাম নিউক্লিয়ার হাইড্রোজেন বোমা
শান্তি সোহাগ রাখবে না জমা।
পাল্লা ধরেছে সকলে খেলবে মরন খেলা
বসে না যেন বকুল তলে বসন্ত মেলা।
মা কাদে, শীশু কাদে, কাদে ধরণী,
অথৈ জলে ডুবে কাদে শান্তির তরণী।
শান্তির বাণী বন্দি করেছে সভা সম্মেলন
আর তাপানুকুল ঘরে।
স্কাড রকেট ক্ষেপনাসত্র মারনাসত্র ছুড়ে বক্ষের পরে
ভিয়েতনাম আফগানিস্তান ইরাক ইরান আর লিবিয়ায়
খেলিছে ধ্বংসের খেলা।
যেন ফাল্গুনে বয়েছে কাল বৈশাখীর তান্ডবলীলা
ক্ষমতার দ্বন্দে এনেছে লাঞ্ছনা গঞ্জনা ক্ষুধা
মৃত্যু যন্ত্রনা,
নিভেছে বাসনা প্রদীপ এবং প্রতিবাদের মন্ত্রনা।
সর্বগ্রাসী পিপাসায় শুষ্ক হলো পুষ্প বিতান
কোথায় সে মালি রাখে তার খতিয়ান।
8 Responses to যুগের মালী
You must be logged in to post a comment Login