শ্বেতপদ্ম
নিশিদিন পরে মনে
তাল নারকেল সুপারি বনে
অনুরাগে ডাকে আকাশ ধরনী
হেমন্ত ছড়ায় শিশির মাখা চাঁদনী
দিঘীর জলে ঝিকিমিকি ঢেউ করে ছোটাছুটি।
সারিতে সাজানো আমড়া পেয়ারা মটর সুটি
আল ধরে চলে ছোট্ট শিশু গুটিগুটি
কোয়ালা কোকিলা কাজরী গায় শোনে বনানী
কি মায়া ছড়ালো পাথের ধারে শিরিষ মেহগিনি।
হর্তুকি হিজল হরিদ্রা বনের হাতছানি
দেখে জুড়ায় আমার এ শূণ্য বুক খানি।
জীবনটা হয় যেখানে শ্বেত পদ্ম কবিতা
সে দেশের মাটি যে আমার মনমিতা।
(একটি ছোট্ট ভুমিকাঃ সুদীর্ঘ দশটি বছর পর নিজ দেশে এই মহান দিবস উদযাপন করতে পারছি বলে পরম করুণাময়ের প্রতি শোকর জানিয়ে আমার সুপ্রিয় শৈলারদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। বিগত বছর গুলিতে হৃদয়ের আনাচে কানাচে জমে থাকা দেশাত্মবোধ আমাকে সর্বক্ষণ অনুপ্রাণিত করেছে, আমাকে দিয়েছে বেচে থাকার শক্তি। তাই সবার কাছে আমার বিনিত অনুরোধ, নিজ দেশকে যে কোন কিছুর চেয়ে অধিক ভালবাসুন, বাংলাকে ভালবাসুন, নিজেকে বাংলাদেশি পরিচয় দিয়ে গর্ব বোধ করুন। আমি যেমন করেছি। জীবনের অধিকাংশ সময় দেশের বাইরে থাকা কালিন সময়ে পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্তে যেখানেই গিয়েছি নিজেকে বাংলাদেশি বলে পরিচয় দিয়েছি, আমার ভাষা সম্পর্কে যতটুকু বলার সুযোগ পেয়েছি বলেছি। বোঝাবার চেষ্টা করেছি আন্ত্মর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের ইতিহাস। আসুন আমরা সবাই মিলে আমাদের এই অনেক ত্যাগের বিনিময়ে পাওয়া বাংলাদেশকে বিশ্বের শ্রেষ্ঠ দেশ হিসেবে পরিচিত করার জন্য কিছু রেখে যাই।
ধন্যবাদ)
10 Responses to শ্বেতপদ্ম
You must be logged in to post a comment Login