আমার গানের মালা- তুমি যদি লিখে দিতে
১) কথা নীল নক্ষত্র
সুরঃ এবং কণ্ঠঃ শতদল হালদার,
তালঃ কাহারবা
লিঙ্ক বাতায়নে একা
বাতায়নে ভাবি বসে একা
হবে কি আবার দেখা
সেদিন দেখেছি শিউলি তলায়
দাঁড়িয়ে ছিউলে তুমি একা।।
যদি জানতে মনের কথা
তবে ভাবতে বসে আনমনে একা
আমি ভেবেছি তোমাকে নিয়ে
আবার যদি হয় দেখা।।
শুধু ভেবেছি বসে সে দিন
কেন ভালবেসেছি বলিনি তোমায়
চিঠি লিখেছি মনে মনে
কাগজে হয়নি লেখা।।
২)কথা নীল নক্ষত্র
সুরঃ এবং কণ্ঠঃ শতদল হালদার,
তালঃ কাহারবা
লিঙ্ক, স্বরলিপি
তুমি যদি লিখে দিতে আমার এ গান
সুর দিত পাপিয়া রজনী পোহালে
দখিণা মলয়ে ছড়িয়ে দিতাম সে গান গেয়ে।।
ধুপ ছায়া সন্ধ্যায় ভেবেছি বসে
মালতি বনে কি করে বলি আজ
দেখা হবে মোর সনে চাদনী রাতে এসো প্রিয়ে।
শুধু বলা হয়নি কেন যে লাজে
তবু খুজে ফিরেছি তোমাকে চাদনী রাতে
হায় পাপিয়া যে উড়ে যাবে তোমাকে না পেয়ে।।







সেরা বাংলা ব্লগ পুরস্কার পেলো -শৈলী














5 Responses to আমার গানের মালা- তুমি যদি লিখে দিতে
You must be logged in to post a comment Login