নুরুন্নাহার শিরীন

অজর কলতানঃ নুরুন্নাহারশিরীন

Decrease Font Size Increase Font Size Text Size Print This Page

প্রকাশ্যে কি অপ্রকাশ্যে রয়ে গেছে যত গান —

শুনতে চাওতো অস্রুতলোকের তৃষ্ণায় ভাসাও কান ।

ভাব করে নাও শত দ্বিধাতুর শ্রুতিকার সনে —

অন্ধ অন্তরাল ভেঙে জিজীবিষাময় গানের রোদন করো মনে ।

মন তো সমস্ত জানে —

কখন কে আসে কে আবার ডেকে নেয় শুকনোপাতার দিনে —

সহস্র গানের ভাঙচুর থেকে শুকসারি তারে নেয় চিনে ।

এইতো সামানয কাল —

সহস্র কুয়াশা চিরে কূপমন্ডুকতা চিরে ধায় মহাকাল ।

কেবল কেওড়াগন্ধী অজানিত অনন্ত জলের গান —

মনভুবনান্ত চারিয়ে শোনায় শূণ্যের কলতান ।

নুরুন্নাহারশিরীনের কবিতা –>

শৈলী.কম- মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল‍্যাটফর্ম এবং ম্যাগাজিন। এখানে ব্লগারদের প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর। ধন্যবাদ।


7 Responses to অজর কলতানঃ নুরুন্নাহারশিরীন

You must be logged in to post a comment Login