বিষাদ নূপুর
আকাশের ঘন ঘ্টা দেখে বাজে
কার বুকে এমন করুন সুর?
চাদের হাসি মুছে গিয়ে
জোসনা হলো কেন দূর?
কলঙ্ক সাগরে ডুবে কে অবেলায়
রেখেছে বেধে অন্তপুরে বেদনা হৃদয় ভেলায়।
আধার ঘনালে মেঘে ঢেকে
বিরহ ভোল ডাকে যেন ময়ুর।
নিশি ঝড় থামলে পরে বনের ধারে
জেগে থাকে না কেহ মৌন বিরহ পাড়ে।
ছিন্ন সুতায় বাধা জীর্ণ বসন্ত
ভেঙ্গেছে কার এই স্বপন মধুর।
18 Responses to বিষাদ নূপুর
You must be logged in to post a comment Login