অবিবেচক দেবনাথ

উদাস মনের কথন

Decrease Font Size Increase Font Size Text Size Print This Page

কে হে অলক্ষ্যরাগী, ডাকিছ আনমনে উদাসে?

সবুজ-শ্যামলাঘেরা মাঠে, ডাকিছ নীলঘন আকাশে

প্রকাশে প্রাপ্তি আমার আনমনা ছাহনি

অলক্ষ্য কোন যমুনায় বাহিব তরণী ।

কুহু পুস্পবনে, বসন্তেরই বার্তা আনে

কি পরশে উদাস মন স্বপ্ন বোনে নয়ন কৌনে !

এ কোন জড়ানো মায়া ? এ কোন প্রাপ্তির আশা ?

ঝরনার ধারায় হারায়, এ কোন ভালোবাসা ?

আজি সন্মুখে মোর আলোর প্রভাত, সাঙ্গ হয় বেলা

বাস্তব সে নাকি, নাকি মিছে খেলা ?

পঞ্চবটী কুঞ্জধারে স্বর্ণলতা জড়ানো

বাস্তব কবে দেবে ছোঁয়া, বসন্ত বাতাস মাতানো ।

শৈলী.কম- মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল‍্যাটফর্ম এবং ম্যাগাজিন। এখানে ব্লগারদের প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর। ধন্যবাদ।


2 Responses to উদাস মনের কথন

You must be logged in to post a comment Login