অবিবেচক দেবনাথ

এই দুটি কথা

Decrease Font Size Increase Font Size Text Size Print This Page

                 ১.
রাখা না রাখার দুনিয়ায়
    আমি কিছু রেখে গেলাম
আপনার বিস্তৃতিতে- আমি কিছু দেখেও গেলাম,
তবু; এই পৃথিবীতে যা পেলাম ও দেখলাম
তা ক্ষনিকের অনুসংগীত মাত্র।
                     ২.
অলসক্রান্তি ভ্রমভ্রান্তী, হয়নি শেখা যার
কোন দন্ডে দাঁড়াবে সে, কোন দন্ড তার?
নিখীল অগ্র সব ছত্রহীন-বিদীশার দিশা কই?
অনাবৃত মগ্নদেহে, লজ্জার উৎসুক আছে কই?
প্রকাশে ভাসি আমি, প্রাপ্তী অনাকাঙ্খিত
শুধু অর্থহীন রচনায় আছি আমি রত।

শৈলী.কম- মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল‍্যাটফর্ম এবং ম্যাগাজিন। এখানে ব্লগারদের প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর। ধন্যবাদ।


4 Responses to এই দুটি কথা

You must be logged in to post a comment Login