Pictures from G Britain

 নীল নক্ষত্র

পৃথিবীর পথে পথে

পৃথিবীর পথে পথে
Decrease Font Size Increase Font Size Text Size Print This Page

পৃথিবীর পথে প্রান্তরে ঘুরেছি আমি,
দেখেছি ফুল ও পাথর সাজিয়ে রেখেছেন
অন্তর্যামী।

ভালবাসা দেখেছি, মমতা দেখেছি
বন্ধু দেখেছি, শত্রুও দেখেছি,
আরও দেখেছি অবজ্ঞা অবহেলা,
প্রেমের সাথে বঞ্চনার খেলা।
অবজ্ঞা উচ্ছাস পাশাপাশি চলে
নদীকে যেমন বেধে রাখে দুকূল।
হৃদয়ের হাটে চলে বেচাকেনা
ভালো মন্দ যায় না চেনা।

তবুও মূল্য বেশি, অনেক বেদনা অনেক যাতনা
তারপরেও থেকে যায় অনেক অজানা।
ভিড়ের মাঝে চিনতে হয় ভুল
কোথায় পাথর আর কোথায় ফুল।
কালের স্রোতে ভেসে যাওয়া মন
খুজে ফিরে ঠিকানা এইতো জীবন।

ভুমিকাঃ এটা কোন কবিতা বা পদ্য নয়। আমার জীবনের কিছু অংশও বলা যায়। জীবনের পথে পথে চলতে গিয়ে যা আমার এবং আমার সাথে থাকা মোবাইল ফোনের চোখে ধরা পরেছে তারই কিছু অংশ এখানে তুলে দিচ্ছি।

১- আমি বিলাতে থাকা কালিন লেস্টার শহরে যেখানে কাজ করতাম সেই রাস্তার বিপরীত পাশে অনেক পুরনো এবে পার্কের একটা দৃশ্য।

২- ব্রিস্টল শহরের ট্রেন স্টেশন। এই পথে আমাকে অনেক যাতায়াত করতে হয়েছে।

৩- এই যে সাইকেল গুলি দেখছেন এগুলি স্টেশন দিয়ে যারা প্রতি দিন আসে যায় তারা রেখে যায় কিন্তু কোন দিন কারো কোন সাইকেল চুরি হয়েছে বা খুজে পাচ্ছে না এমন শুনিনি।

৪- ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ের ভিতরে একটি মনোরম দৃশ্য।  গাং চিলেরা এখানে নিরাপত্তার অভাব বুঝতে পারে বলে কি মনে হয়?

৫- সাউথ ওয়েলস এর কার্ডিফ দুর্গের এক পাশ থেকে দেখা যাচ্ছে। ওই যে ছাঁদ বিহীন দোতলা বাসটি দেখা যাচ্ছে সামারে বিদেশ থেকে আগত পর্যটকের  ওতে করে নগর ভ্রমন  করে।

৬- কার্ডিফ রেল স্টেশনে এই গাং চলটি কি এই যাত্রীর খোজ খবর নিতে এসেছে?না কি কে কোথায় যাবে তাই জানতে চাইছে?

৭- লেস্টারের এবে পার্কে এবং বিলাতের পথে ঘাটে আনাচে কানাচে শীতের শেষে এমনি করে ফুটে থাকে বসন্তের আগমন বার্তা বাহি ডেফোডিল।

৮- ইংল্যান্ডের গ্লস্টার শহর ছেড়ে একটু দূরে বিখ্যাত ফরেস্ট অফ ডীন এর ঢোকার মুখে।

৯- ফরেস্ট অফ ডীন এর ভিতরে এই বিগ চেয়ারটি আস্ত পাইন গাছের গুড়ি কেটে বানিয়েছে। এটার নামই বিগ চেয়ার।

১০- ফরেস্ট অফ ডীনের ভিতরে পাইন বন। শীত বলে এখন কোন গাছের পাতা নেই।

পোস্ট বেশি লোড হয়ে যায় বলে আজ এই পর্যন্তই। পরের বারে আরো কিছু ছবি দেয়ার অপেক্ষায় রইলাম।

শৈলী.কম- মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল‍্যাটফর্ম এবং ম্যাগাজিন। এখানে ব্লগারদের প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর। ধন্যবাদ।


10 Responses to পৃথিবীর পথে পথে

You must be logged in to post a comment Login