অবিবেচক দেবনাথ

স্বপ্নলোকে আমার বাংলা

Decrease Font Size Increase Font Size Text Size Print This Page

দিনের ক্লান্তি শেষে ছুঁয়েছি বিশ্রামের বিছানাখানী
আমার দু‌’নয়নের তন্দ্রাঘুম স্বপ্নে নিল টানি।
ঘুমের প্রথম স্বপ্ন; নিখিলের তরনী
ফুল-ফল-পাখির সামরাজ্যে, আমার জননী
আমার মুক্ত নিঃশ্বাস, উচ্ছ্বাসের নীতিমালা
আমার প্রিতী অহংকার এই বাংলা।
ঘুমের দ্বিতীয় স্বপ্ন;কলকল নদী
স্বচ্ছপানি-মাছ-জলপতঙ্গ, চলছে অবধী
আমার সাঁতারকাটা, হাত-পা ছুঁড়ে এগিয়ে চলা
আমার নির্দ্বীধার সৈকত এই বাংলা।
ঘুমের তৃতীয় স্বপ্ন;উঁচু গিরী-পাহাড়
শৈবাল-ঝরনা-সবুজ রং, মনছৌঁয়া পাড়
আমার ব্যাকুলমন, ডিঙ্গানোর সুরডালা
আমার উদাসমনে হারানো এই বাংলা।
ঘুমের চতুর্থ স্বপ্ন;ঘাসে ঢাঁকা মাঠ
গরু-রাখাল-কৃষানের, জীবন তরী পাঠ
আমার ক্লান্তির স্বত্ত্বি, গাছের ছায়াঢালা
আমার পরম শান্তির এই বাংলা।
ঘুমের পঞ্চম স্বপ্ন;আঁধারে জৌনাকিপোকা
আলো-বাতাস-আঁধার, নয়নে নির্ঝর ঢাঁকা
আমার আঁধার পথ দেখানোর প্রীতিবেলা
আমার আঁধার ডিঙ্গিয়ে এগিয়ে চলা এই বাংলা।
ঘুমের ষষ্ঠ স্বপ্ন;চাঁদনি এক রাত
বাউলের জারি-মাঝির না্ওরি, উদ্ভাসিত এক প্রভাত
আমার জেগেকাটা রাত, উপবিষ্ট প্রাতঃমালা
আমার জন্মাবধী চাওয়া এই বাংলা।
ঘুমের সপ্তম স্বপ্ন;স্নিগ্ধ-সকালের রবি
নতুন আশা-ভাষা-প্রিতী, মুখরিত বাংলার সবি
আমার কাব্যের ভাষা, ভাষার চয়ন তোলা
আমার ভাবান্তর-ভাব এই বাংলা।
ঘুমের শেষ স্বপ্ন;আমার মায়ের কোল
মায়ের স্নেহ-মমতা-স্মৃতি, খুশির কলরোল
আজ হারায়েছে মা আদর মিশায়ে দিয়ে, আমার বেড়ে উঠা শালায়
আমিও হারিয়ে যাচ্ছি আমার প্রিতী মুঠো হাতে ধরা- আকাঙ্খার বাংলায়।

[রাত্রির অষ্টপ্রহর ভেবে লেখা]

শৈলী.কম- মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল‍্যাটফর্ম এবং ম্যাগাজিন। এখানে ব্লগারদের প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর। ধন্যবাদ।


9 Responses to স্বপ্নলোকে আমার বাংলা

You must be logged in to post a comment Login