চারুমান্নান

মায়ের বুকে সুখের জাদু।

Decrease Font Size Increase Font Size Text Size Print This Page

মায়ের বুকে সুখের জাদু।

<!–

Picture

–>

নন্দন বাছিলা। একখান নাদুস নদুস ছাওয়াল।
হামাগুরি দিচ্ছে ফুটপাতে। হিসুতে ভেজা বালুর কাদা।
শরীর খানা মেখেছে আধেক। দুধের নেশায়।
হাতের ময়লা আঙ্গুল চুসছে থেকে। বড় কড়ই গাছ।
ফুটপাত ঘিঁসে। মূলটার আঁড়ালে পলিথিনের ঘর।
দিনের বেলা কিছুই থাকে না। যেন পর্যটন তাবু।
ঐখানে উর বাস। দুধের নেশায় উঠল কেঁদে।
এক ঝাঁক পাতি কাক। উড়লো ডেকে।
মায়ের উদল বুকে টানছে দুধ। হা ভাতের ক্ষুধার লাকান।
গ্রোগ্রাসে টানছে গিলছে। মায়ের চোখে স্বপ্ন বুনে।
মায়ের আহল্লাদি আদর। খলখলিয়ে হাসে ছাওয়াল।
বুঝতে জীবন অনেক বাঁকি।

মায়ের বুকে সুখের জাদু।

১৪১৭@২৩ চৈত্র,বসন্তকাল

শৈলী.কম- মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল‍্যাটফর্ম এবং ম্যাগাজিন। এখানে ব্লগারদের প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর। ধন্যবাদ।


4 Responses to মায়ের বুকে সুখের জাদু।

You must be logged in to post a comment Login