শামান সাত্ত্বিক

সব ভূতুড়ে জঙ্গল

Decrease Font Size Increase Font Size Text Size Print This Page
আগুনের দিকে ছুটে চলা আমার – আগুনমুখো
শসা লম্বা সদৃশ সার্কাসের সেই তরুণীকিশোর
টলটল চোখ জলজল চাহনি
উর্ধ্বে বিচ্ছুরিত অগ্নি নিঃসৃত মুখোগহবর
সাউথ’মেরিকান তীব্র ব্রাজিলীয়
কাঁচের স্বচ্ছ গড়ন।
<p></p>
জোৎস্নায় ছুটে সে সমুদ্র মন্থন
ঢেলে দেয় বিষ দেহ দহন
চেতনারা বিলুপ্ত, নির্বোধ নিস্তেজ নিথর মৌণ কথন।
অবশ শরীর, বলে গেলে না বলে গানে
সেই রাত্রির ঝাঁঝালো ক্ষণে
দেখা হবে আবার সাগর সঙ্গমে
মাছেরা খেলে গভীর সংগোপনে
সঁপে সব দেহ মন।
উড়ে গেল সে –
<p></p>
ভয়াবহ গর্জন তুলে ছুটে চলে
মেলে ডানা আকারহীন তস্কর
খুঁজে তার ছায়া পলে পলে
মোহাচ্ছন্ন রাতের নগ্ন প্রহর
সে এখুনি বসাবে কাপুরুষ ছোবল –
শুভ্র শুদ্ধ সফেদ শত্রু , সহজ সরল।
<p></p>
নিথর শরীর সাহসে শক্ত কম্পমান
দক্ষিণ সাগরমুখো সবলে ধাবমান
পথে যেতে দেখে অসার সারি তস্কর উলঙ্গ দঙ্গল
ঝুঁকে উঁকি দেয় এই বিস্তৃত আকাশ লেলিহান ফসল
হোক সরানো এখনই –
পরগাছে থরে থরে ভরে গেছে সব ভূতুড়ে জঙ্গল।

শৈলী.কম- মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল‍্যাটফর্ম এবং ম্যাগাজিন। এখানে ব্লগারদের প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর। ধন্যবাদ।


19 Responses to সব ভূতুড়ে জঙ্গল

You must be logged in to post a comment Login