রিপন কুমার দে

ছেলেবেলার ভাললাগায়

ছেলেবেলার ভাললাগায়
Decrease Font Size Increase Font Size Text Size Print This Page

পিচ্ছিল শ্যাঁওলা ধরা, বাঁধানো পুকুরের ঘাটে বসে আমি,
স্বপ্নের জাল বুনতাম, আমার শৈশবে।
লক্ষ্য বহুদূর, অধরা পড়ে থাকা দিগন্ত সীমানায়।
গোঁধুলীবেলায়, ছেলেবেলার ভাললাগায়।

বর্ণিল স্বপ্নডানার অলস দুপুরে,
ছড়ানো বিছানায় শুয়ে আমি,
অপলক প্রাণহীন চোখে তাকিয়ে থাকা,
তপ্ত ধূসর, সূর্যালো মেশানো
উদাস উঠোনপানে, তাকিয়ে থাকা অপলক।

মায়াবী কিশোরীর মায়াভরা মুখ, কল্পনায় বুনে যাই
এই আমি।
ভালবাসার পঙ্খিরাজে ভেসে বেড়ানো,
তীব্র আবেগের ম্লান উচ্ছলতায় শীরশীরে এই মন,
ঝলসে যায়, তপ্ত অর্চিন ডালায়।,
গোঁধুলীবেলায়, ছেলেবেলার ভাললাগায়।

গ্রামের দুরন্ত বন্ধুদের আবেগী সঙ্গতায়,
সাধনদার আম বাগানের আম চুরি,
ভয়ে ভয়ে জঙ্গলে লুকিয়ে, ভর্তা মাখানো,
পাতা পড়ার শব্দে গা হিম হয়ে যাওয়া,
এই আমি,
কৈশোরের দুরন্তপনা,
গোঁধুলীবেলায়, ছেলেবেলার ভাললাগায়।

বাড়ি ফিরে ক্লান্ত মায়ের মায়াভরা চোখরাঙ্গানি,
ঘামে ভেজা মাথার চুলে হাত বুলিয়ে
ভালবাসায় শাসন করা।

নি:শব্দ সন্ধ্যাবেলায় পড়তে বসা,
পাশে বসে মা, গুনগুনিয়ে গান গায়,
কাপড় বুঁনে, বয়সের জীর্নতায়,
গোঁধুলীবেলায়, ছেলেবেলার ভাললাগায়।

স্কুলের মরচে পড়া ঘন্টার টুং টুং শব্দ,
আকাঁবাকাঁ মেঠো পথে বাড়ি ফেরা।
পথের ধারে শিমুল ডালে দেখা,
জোঁড়া শালিকের দিকে, কৌতুহলভরা চোখে,
একনিমিশে তাকিয়ে থাকা, অনেকক্ষন।
হঠাৎ ঝমঝম বৃষ্টির বিস্তৃত জোছ্নায়,
বই বাচিয়েঁ, গা এলিয়ে ভিজতে থাকা,
এই আমি,
তৃপ্ত বাসনা।
গোঁধুলীবেলায়, ছেলেবেলার ভাললাগায়।

গভীর জঙ্গলের সন্ধ্যামালতী গাছের নিচে,
বিকেলের মৃত্যু শেষে,
নিস:ঙ্গ একা বসে থাকা,
নিরিবিলি এই আমি,
আকাশছোয়াঁ এলোমেলো স্বপ্ন দেখি,
ভাল লাগে, আমার।
স্বপ্নছোয়াঁ ভালবাসার,
এই আমি,
গোঁধুলীবেলায়, ছেলেবেলার ভাললাগায়।

১৪.১০.২০০৯

শৈলী.কম- মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল‍্যাটফর্ম এবং ম্যাগাজিন। এখানে ব্লগারদের প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর। ধন্যবাদ।


5 Responses to ছেলেবেলার ভাললাগায়

You must be logged in to post a comment Login