চারুমান্নান

বেহাগ ছুঁয়ে জ্যোস্না নেশা বুকে বাজে ‍

Decrease Font Size Increase Font Size Text Size Print This Page

বেহাগ ছুঁয়ে জ্যোস্না নেশা বুকে বাজে ‍

এ কোন মহুয়া নেশা
পেয়ে বসল এমন রাতে
কাঁচা ঘুমে স্বপ্নভ্রম
পরে রয় সিঁথানে হলুদ পাখির
হলুদ পালক;

পালক ছুয়ে স্মৃতির শ্রাবণ
কষ্ট জলের বৃষ্টি ঝরায়
গোলাপী চুম্বনে মেঘের পাঁজা
থর থর করে কাঁপে চাঁদের শরীর
আকাশ চাদরে রমনলীলায়
সুতি পর্দা ছিন্ন নন্দনকর্ম
আগুনের পরশমনির লেগেছ দাগ;

বেহাগ ছুঁয়ে জ্যোস্না নেশা বুকে বাজে ‍
ডুব সাঁতারে মাছের প্রেম
মাঝির না’ও কাঁপে।

১৪১৮@১২ বৈশাখ,গ্রীষ্মকাল

শৈলী.কম- মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল‍্যাটফর্ম এবং ম্যাগাজিন। এখানে ব্লগারদের প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর। ধন্যবাদ।


6 Responses to বেহাগ ছুঁয়ে জ্যোস্না নেশা বুকে বাজে ‍

You must be logged in to post a comment Login