অবিবেচক দেবনাথ

নারী পদবিলাস

নারী পদবিলাস
Decrease Font Size Increase Font Size Text Size Print This Page
নারী মানে; আছে স্বামী, আছে বন্ধু-ভাই
নারী মানে; সীমানার অধ্যাদেশ কর্মতৎপরতায়।
নারী মানে; বসুমতির মত সহ্য সন্তানের যন্ত্রনা
নারী মানে; স্বপ্ন চোখে বোনা, সন্তান করে বাসনা।
নারী মানে; এক গৃহিণী, শৃঙ্খলিত এক ঘর
নারী মানে; স্বামীর সোহাগ, সন্তানের আদর।
নারী মানে; কোমল হৃদয়, কান্না ব্যথা দেখে অন্যের
নারী মানে; জগৎ আঁচলের নিচে রাখা, শীতল রাখতে সন্তান-স্বজনদের।
নারী মানে; ভয়ংকর রুদ্ধমূর্তি, অন্যের ঘর ভাঙ্গা
নারী মানে; ভাইেয়ে-ভাইয়ে গড়া বিদ্রীত এক দাঙ্গা।
নারী মানে; কৌলাহলে ভরা আপন-আপন ঘর
নারী মানে; স্বপ্ন গড়া চোখে ধুঁ-ধুঁ বালিচর।
নারী মানে; অগ্নির দহতা, সারা বসুমতি
নারী মানে; বর্ষার বহমানধারা, কান্না বেসুতি।
নারী মানে; লজ্জ্বার এক, ছায়া প্রতিমূর্তি
নারী মানে; বন্ধনের-বন্ধন, জগতের সতী।
নারী মানে; অগ্রধারায় বাঁধা-বন্ধন হারা
নারী মানে; আনন্দ বিচরণ এই জগতধারা।

শৈলী.কম- মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল‍্যাটফর্ম এবং ম্যাগাজিন। এখানে ব্লগারদের প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর। ধন্যবাদ।


22 Responses to নারী পদবিলাস

You must be logged in to post a comment Login