শৈবাল

কবিতা : শৌনকদার আখড়া থেকে …

Decrease Font Size Increase Font Size Text Size Print This Page

সেদিন বৃষ্টিতে ফিরছিলাম বইয়ের দোকান থেকে

“কালি ও কলম “এ সংখ্যাটা প্রাচীনের প্যাকেটে মুড়িয়ে ,

ভিজতে ভিজতে নুয়ে পড়ছি আবার জেগে ঝাড়া দিচ্ছি

বিলবোর্ডে বসা কাকটা হয়তো ভাবে নকল করছি

সে যেমন ভাব নিচ্ছে বিজ্ঞাপনের ভেজা মডেলটার ।

সবাই নকল করে যাচ্ছি নতুন কিছু করার নেই তাই

সবাই নামিয়ে রাখাছি মাথা সালাম দেই আর তুলি

নডিং মুভমেন্ট আমাদের এখন রিফেক্সেই হয় ,

চমকে উঠেছি ,হঠাত্‍ !দেখি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে

দুজন বিপ্লবী ! কোত্থথেকে এলো আমরা তো বেশ আছি …

নডিং ফোলডিং শিখে নিয়েছি ভীষণ মানিয়ে চলছি ,

এখন আবার বিপ্লব কিসের ! ওদের মাথা তো নামছে না –

একজন নারী হলদে আঁচল আরেক পুরুষ লাল পট্টি

হাতে হাত রেখে তালুতে লুকিয়ে রেখেছে কোন শপথনামা ,

এইভাবে আছে ঠাঁই নড়চড় নাই আমাদের চলা ফেরা

ওদের উদ্বিগ্ন করে না একটু ও তো মাথা ঝুঁকায় না ।

এদের কী ভয় নেই এরা কি ভালো থাকতে চাইছে না ?

নাকি এরা শুধু ভালো থাকতে জানে এই আস্ত শহরে ,

এই কৃষ্ণচূড়া আর রাধাচূড়া জোড়া হয় বিপ্লবী নয় বোকা !

… শৈবাল ১৩ই জ্যৈষ্ঠ ১৪১৮

[শৌনকদার আখড়া থেকে , শৌনক দত্ত তনু ; আমার দাদা ভাই যাই মনে তাই বলে বন্ধুত্বের মানে বুঝে আমার খুব প্রিয় একজন কবি প্রতিদিন কবিতায় ফেসবুকে স্ট্যাটাস লিখে দুবছর ধরে আমিও মন্তব্য করতে গিয়ে মিলানোর চেষ্টা করি আমার অনেকগুলো কবিতার খসড়া ওখান থেকেই পরে মাসের পর মাস ঠিকঠাক করে টরে শৈলীতে লিখি , আজ এখনি উনার কবিতায় স্ট্যাটাসে উপরের কবিতাটা লিখা হলে উনি বললেন , DOC মাত করে দিয়েছো তাই আজ আর কোন ঠিকঠাক ছাড়াই খসড়াটাই দিয়ে দিচ্ছি সরাসরি শৌনকদার আখড়া থেকে । অনেকদিন লিখতে পারছিলাম না আজ যেন হাঁফ ছাড়লাম … ভালো লাগছে এখন ]

শৈলী.কম- মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল‍্যাটফর্ম এবং ম্যাগাজিন। এখানে ব্লগারদের প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর। ধন্যবাদ।


8 Responses to কবিতা : শৌনকদার আখড়া থেকে …

You must be logged in to post a comment Login