অরুদ্ধ সকাল

স্বপ্নরা অনুভূতি শূন্য

Decrease Font Size Increase Font Size Text Size Print This Page

স্বপ্নরা

তারপর;
সে আধারিতে ছড়িয়ে দিলো স্বপ্নের রোশনাই;
আমাকে কুড়াতে ডাকলো।
আমি হাঁটু ভেঙ্গে বসতেই স্বপ্নরা এদিক ওদিক ছুটে পালালো,
আমি ছুঁতে পারলাম না।
আমি চোখের পুষ্পে গাঁথতে পারলাম না; স্বপ্নিল মাল্য

অনুভূতি

ঝিঁ ঝিঁ ডাকা এক রাতে,
সে ছিলো আমার সাথে।
স্পর্শ নিতে চাইলো; চোখে, কপালে, অধর, গ্রীবা সব চাইল,
আমি ভাস্কর্যের মতো দিলাম।
অনুভূতি পেলাম না; কেমন যেন তন্দ্রাচ্ছন্ন !!!
কিছু জাগল না মনে; অনুভূতি এলো না; ঝুলে রইলো; আকাশের গায়।

শূন্য

এক ভর দুপুরে সে আমায় বললো;
কুয়োতে ঝাপ দাও পরিপূর্ণ জলরাশি পাবে;
আমি ডুব দিলাম; কত পথ পেরুলাম।
শীতলতা পেলাম, তবু শূন্যতা আমার পিছু ছাড়ল না;
অধিকন্তু শূন্যই রয়ে গেলাম।

শৈলী.কম- মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল‍্যাটফর্ম এবং ম্যাগাজিন। এখানে ব্লগারদের প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর। ধন্যবাদ।


4 Responses to স্বপ্নরা অনুভূতি শূন্য

You must be logged in to post a comment Login