রাবেয়া রব্বানি

ঈদ উপলক্ষে একটি ই-বুকে লেখা আহবান

ঈদ উপলক্ষে একটি ই-বুকে লেখা আহবান
Decrease Font Size Increase Font Size Text Size Print This Page

আসুন নিজেদের অনুভুতি মিশিয়ে নিজেরাই তৈরি করি একটা ই বুক

প্রিয় বন্ধুরা,
আন্তরিক শুভেচ্ছা রইল,
আসছে ঈদ,আর এই আসন্ন ঈদকে ঘিরে আমরা আমাদের অনুভুতি এক মলাটে বাধতে আমরা একটি ই-বুকে করতে যাচ্ছি । লিখতে আগ্রহী ব্লগার/ লেখক/লেখিকাদের কে লেখা পাঠানোর জন্য অনুরোধ করা করা হচ্ছে।এখানে কোন নির্দিষ্ট ব্লগের ব্যাপার নেই।এমনকি ব্লগ নিবন্ধনের বাইরের যে কেউ লেখা পাঠাতে পারবেন।

লেখা পাঠাবার বিষয় ও নিয়মাবলী
•ঈদের ছড়া •অনুগল্প •ছোটগল্প •কবিতা •রম্যরচনা •সায়েন্স ফিকশন
•কথা শৈলী •মুক্তগদ্য •আত্নকথন •স্মৃতিকথা •অনুকাব্য

> এই ব্লগ কিংবা এই ব্লগের বাইরে যে কেউ লেখা পাঠাতে পারেন আপনাদের লেখা সাদরে গ্রহণ করা হবে
> লেখা পাঠানোর শেষ সময় ১৮ ই আগষ্ট-২০১১ খ্রিঃ
> আপনার পাঠানো লেখাটি মেইল করতে হবে blogebook11@gmail.com এই ঠিকানায়
> লেখার সাথে অবশ্যই আপনার নাম ও মেইল এড্রেস পাঠাতে হবে।
> অমনোনীত লেখা ফেরত যোগ্য নয় তাই আপনার কাছে লেখার কপি রেখেই পাঠাবেন।
> যারা এই ব্লগের নিজস্ব পোষ্ট ভান্ডার থেকে লেখা দিতে চান তারা এই পোষ্টে লিংক দেবেন।
> বানান যথাসম্ভব শুদ্ধ করে পাঠানোর অনুরোধ করা হলো।
> একের অধিক লেখা পাঠানোর জন্য অনুরোধ করা হচ্ছে,একজন লেখক/লেখিকার একের অধিক লেখা মানসম্মত বিবেচিত হলে সবগুলোই প্রকাশিত হবে।
> ই-বুক প্রকাশিত হবে ২৫ শে আগষ্ট।

এখনই লিখতে বসে যান। মনের মাধুরী মেশানো আপনাদের লেখা নিয়েই প্রকাশ করা হবে এই ই বুক। আপনাদের লেখার অপেক্ষায়……………..
ভালো থাকুন।

সম্পাদকঃ-সকাল রয়।
লেখা সংগ্রহ আর বাছাইকরণের সহযোগীতায় –রাবেয়া রব্বানি।

শৈলী.কম- মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল‍্যাটফর্ম এবং ম্যাগাজিন। এখানে ব্লগারদের প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর। ধন্যবাদ।


37 Responses to ঈদ উপলক্ষে একটি ই-বুকে লেখা আহবান

You must be logged in to post a comment Login