চারুমান্নান

পথ ছুটে যায় পথের পানে

Decrease Font Size Increase Font Size Text Size Print This Page

পথ ছুটে যায় পথের পানে
পথ ছুটে যায় পথের পানে

~~~১
সকাল বিকেল পথে হাঁটি
গন্জে যাই,
মাঠে যাই, মেলাই যাই
পথে হেঁটে,
ঐ শিশুটি যাচ্ছে পাঠশালায়!

হাটছে পথে শ্রমিক
কৃষক,যুবা,বৃদ্ধ
অন্ধ ফকির পথে হেঁটে,
দু’হাত পেতে ভিক্ষা করে!
হাঁটছি পথে আমি
হাঁটছো পথে তুমি
আমরা সবাই,
হাঁটছি দেখো কালের পথে পথে।

~~~২
নকশী কাঁথার মেঠোপথ,
‍হেঁটেছে কবি, এঁকেছে কথা
চন্দ্রবিন্দুর সুবর্ণলতা।

অচেনা দিশায়, অচেনা পথ,
গিরী পথ, নদী পথ,
সাগর জলের নীল পথ;
আমি হাঁটছি,
পথের উজানে।

১৪১৮@২৬ জ্যৈষ্ঠ,গ্রীষ্মকাল

শৈলী.কম- মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল‍্যাটফর্ম এবং ম্যাগাজিন। এখানে ব্লগারদের প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর। ধন্যবাদ।


5 Responses to পথ ছুটে যায় পথের পানে

You must be logged in to post a comment Login