সেদিন তুমি পিছন ফিরে দেখে ছিলে,
সেদিন তুমি পিছন ফিরে দেখে ছিলে,
সেদিন তুমি পিছন ফিরে দেখে ছিলে,
সেদিন তুমি পিছন ফিরে দেখে ছিলে,
নীলাকাশ, সমুখে ছিল তোমার আঁধার কাল
অথচ এই পথেই তুমি পা’বাড়ালে
আমাকে ছুঁতে চাইছিলে বলে! আমাকে পাবে কি করে?
আঁধার কোণার সূক্ষ্ম বিন্দু
যেখানে আমার নিঃস্বার অবয়ব
কবিতার মত অনুভব করা যায়, কামনা করা যায় না
যেমন বৃষ্টির জলে ভিজলেই,
প্রেমের স্বস্তি নাই! ওতো চাওয়ার নিমিত্তে বাঁচে।
এই আঁধারে ডুবে আছি আমি
তুমি পিছন ফিরে, আলোর মাঝে যে সর্বনাশ নিত্য
পরশ বুলায়, সেখানটায় ছুঁয়ে দেখো, আমার পরশ পাওয়া নাকি?
কবিতার নিষ্ঠুর পথ পেরুলেই,
আমি আসবো তোমার কাছে!
আমার জন্য রেখে দিও,
বিরহী শঙ্খচিলের খসে পরা ধসূর একটি পালক,
যে পালকে, তোমার অভিমানের স্মৃতির ছাপ আঁকা
পিছন ফিরে বাঁচার জন্য আমার শেষ পাথেয়।
১৪১৮@৩০ জ্যৈষ্ঠ,গ্রীষ্মকাল






সেরা বাংলা ব্লগ পুরস্কার পেলো -শৈলী














6 Responses to সেদিন তুমি পিছন ফিরে দেখে ছিলে,
You must be logged in to post a comment Login