চারুমান্নান

ক্ষুধার দ্বায়ভার কার?

Decrease Font Size Increase Font Size Text Size Print This Page

ক্ষুধার দ্বায়ভার কার?

বাসায় ফেরার প‍থ
নিত্য যাওয়া আসা, আজ সকালে পথে চলতেই
~~~~
দুহাতে ভিক্ষা চায় প্রায়
কয়েক জনতো গাসহা, প্রতি দিন,
স্যার দুটো পয়সা দেন
দেখলেই বিরক্ত লাগে; একই জায়গায় প্রতিদিন
খুচরা পয়সা খুঁজতে হয়, আবার
না দেখার ভান করে হাঁটতে হয়।

কিন্ত আজ থমকে গেলাম
কালো পয়লা জামা পরা,
গা থেকে ঘামের চিটচিটে গন্ধ বের হচ্ছে;
এক, ৩/৪ বছরের বালক আমার সমুখে
হাঁপাচ্ছে,স্যার আমাকে বাঁচান,
ওরা আমাকে মারবে! তারাতারি করে গলির কোন ঢুকলাম
কেন কি করেছিস? চুরি নিশ্চয়
কি চুরি করেছিস? মাথা নিচু করে থাক‍লো,
আবার একটু ধমক দিয়ে, বল, কি চুরি করেছিস?
এবার ময়লা জামার ভিতর থেকে
বের করলো একটি ১০টাকা দামের পাউরুটি;
আমার সামনে হাত উচা করে ধরল,আমি উর মুখ দেখলাম
চোখের দিকে তাকাল,ময়লা কালো চোখের কোঠরে
সাদা কালো মনি,
যেন আশ্চর্য্য রকম এক মায়া,শুধু রাগে
তোর বাপ মা নাই? মাথা ঝাঁকালো না,
চুরি করিস কেন?
এই উত্তর হয়তো সর্বাসহা, আমার নিথর ডান হাতটা
কখন উর ডান কাঁদে উঠেছে, বলতে পারিনি,
শুধু বললাম, এখন যা’ বসে খা
ওরা আর আসবে না।

সকালে বাঁচলো’ও
দুপুর, রাত তো আসছে? ক্ষুধার দ্বায়ভার কার?

১৪১৮@ ২৬ আষাঢ়,বর্ষাকাল

শৈলী.কম- মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল‍্যাটফর্ম এবং ম্যাগাজিন। এখানে ব্লগারদের প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর। ধন্যবাদ।


One Response to ক্ষুধার দ্বায়ভার কার?

You must be logged in to post a comment Login