অরুদ্ধ সকাল

একটা ভাঙ্গা সুটকেস চাই

Decrease Font Size Increase Font Size Text Size Print This Page

নাহ্ ভাই ভালো চাই না;
একটা রংচটা ভাঙ্গা সুটকেস দেবে ভাই;

আমি শ্যাওলা পড়া সমস্ত স্মৃতি রাখবো সেথায়।
ভাঙ্গা বাক্সের, ভাঙ্গা দ্বারে বাতাস পেয়ে বাঁচবে তারা;
পবন দেবতার দেয়ালে শুকরিয়া জানাবে দু’হাত তুলে;

তাই একটা ভাঙ্গা সুটকেস চাই;

সুটকেস ভাঙ্গা হতেই হবে; তবে চাকাওলা নয়।
স্মৃতি যদি আছড়ে পড়ে, গড়িয়ে ভবের হাটে যায়;
যদি বিনা কড়িতে কেউ নিয়ে নেয়;
কিংবা পড়া মানিকের আশায় তুলে হাতে,
তাহলে স্মৃতিটার বুকে ক্লেশ জমবে ভারি;

তাই একটা ভাঙ্গা সুটকেস চাই

সুটকেস ভাঙ্গা হতেই হবে সেই সাথে হতে হবে রঙচটা।
চকচকে বার্নিশ করা সুটকেসে স্মৃতি রাখা যায়না;
স্মৃতি’রা হাঁপরে মরে, আক্ষেপ করে;
ভয় হয়;
নতুন ভেবে যদি বন্ধ করে আলমিরাতে,
যদি সিন্ধুকে দেয় কেউ;

তাই একটা ভাঙ্গা সুটকেস চাই;

স্মৃতি ভরা সুটকেসটা আমার পড়ে থাকবে;
পথের ধূলোয়।
পদব্রজে ঠোকর খেয়ে যাবে পথের পর পথে;
এই নগরির নগর দর্পণে নিয়ে চলবে স্মৃতির রথ।

তাই একটা ভাঙ্গা সুটকেস চাই;
কি ভাই, কেউ কি দেবে আমায়, একটা ভাঙ্গা সুটকেস।

শৈলী.কম- মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল‍্যাটফর্ম এবং ম্যাগাজিন। এখানে ব্লগারদের প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর। ধন্যবাদ।


2 Responses to একটা ভাঙ্গা সুটকেস চাই

You must be logged in to post a comment Login