চারুমান্নান

দিয়েছি মুক্তি তোমায় পরবাসী অভিমান

Decrease Font Size Increase Font Size Text Size Print This Page

দিয়েছি মুক্তি তোমায় পরবাসী অভিমান

তবু কেন? এ পথ চাওয়া
গোধুলী আঁধারে ঢেকেছে মুখটি তোমার
পথ ঢেকেছে ধুলার আঁধারে,
হাওয়ার ক্রন্দ্রন বেহাগ সুরে
মেঘের ডমরু বাজে সাঁঝে;
মেঘের কৃত্তন লগন রঙে রাঙা স্বপ্ন ধনু
খুঁজিতে তির সিঞ্চন সাগর গহিন
তোমার পথের নিশানা হারিয়েছি ঐ পথে।

সপ্তপদী গমন রাতের বিভা
অভিমানে আঁধার ডাকে,
যদি ফিরে আসো সাগরের সেই উতল ঢেউয়ে
ছুঁয়ে দেয় সাগর চিল বিরহে তোমার
ঢেউ’ চুম্বন নেশায়;
আমি কালের পর্ব ক্ষয়েছি,
সাগর ঢেউয়ের ক্ষুদ্ধ আক্রোশে।

তবু কেন? এ পথ চাওয়া
রাত ক্লান্ত আঁধার ভারে পরেছে নুয়ে
শতরঞ্জি ‍বিছানো চাঁদ বিভাস,
শত কালের জমানো বিরহ পুড়ে শ্মশান ডাঙায়;
দিয়েছি মুক্তি তোমায় পরবাসী অভিমান।

১৪১৮@৩০ আষাঢ় বর্ষাকাল

শৈলী.কম- মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল‍্যাটফর্ম এবং ম্যাগাজিন। এখানে ব্লগারদের প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর। ধন্যবাদ।


2 Responses to দিয়েছি মুক্তি তোমায় পরবাসী অভিমান

You must be logged in to post a comment Login