শ্রাবণ রাত,ঝর ঝর বৃষ্টির একি ছন্দ
শ্রাবণ রাত,ঝর ঝর বৃষ্টির একি ছন্দ
শ্রাবণ রাত,ঝর ঝর বৃষ্টির একি ছন্দ
যেন বেহাগে কান্না ঝরছে,বিরহের এমন উতল বরিষণ
প্রেম হরষে স্মৃতি জাগানিয়া।
কবে ভিজে ছিনু দুজন?
ছাদের শ্রাবণ নির্ঝর বরিষণে,বৃষ্টি ভেজা মাখামাখিতে
কেশ তোমার আকুল করা গন্ধ ছড়িয়েছিল।
শ্রাবণের প্রথম বৃষ্টি আজ,
তাও আবার গভীর রাতে,বৃষ্টির সু-শ্রী পেলব ছন্দে ঘুম ভাঙাল
স্মৃতির আঁচল ধরে দাঁড়ালাম বারান্দায়;
বৃষ্টির কি নির্মল? ঝরার আনান্দ,
আমাকে পিছু ডাকে, হয়ে পরি বৃষ্টির পুতুল,
ভিজতে হাত বাড়িয়ে দিল ঐ সে তোমার মত করে
বারে বারে বাহানা,ভেজানোর উচ্ছ্বলতা।
আমি পিছু হটি ভাবনায়
আবিষ্ট খানিক,ফিরিয়ে দিই বৃষ্টির হাত
আমি আজ অপারক,নিঃস্ব,গুল্মলতা!
তোমার ছোঁয়া জেগে উঠি উদ্ভ্রান্ত জীবন আমার।
আবার ভাবি বৃষ্টি তুমি আমি,একই বিরহের সহযাত্রী
আমাকে আবিষ্ট রাখে ঐ সে অভিমান।
আর বৃষ্টি তুমি কার? কার তরে এমন রাতের কাঁপন কাঁদন
নাকি সৃষ্টির প্রলয় নাচন?
তার চেয়ে আমি তোমার, তুমি আমার শ্রাবণ বুকে বাঁচি।
১৪১৮@৬ শ্রাবণ,বর্ষাকাল






সেরা বাংলা ব্লগ পুরস্কার পেলো -শৈলী














6 Responses to শ্রাবণ রাত,ঝর ঝর বৃষ্টির একি ছন্দ
You must be logged in to post a comment Login