আমার নিঃস্বার শুক্লাপঞ্চমী।
আমার নিঃস্বার শুক্লাপঞ্চমী। এই ক্ষদ্রকালের বলয়। আমার নিঃস্বার শুক্লাপঞ্চমী। বসন্ত তিথী খুঁজে ফিরি।কবে কখন প্রবেশ করেছি? আমি জানিনা।শুধু বুঝলাম অভিবাসি। আমার জন্ম।আমার মৃত্যু।আমার পথে হাঁটা। এদিক ওদিক চেয়ে দেখা।পিছে ফিরে একটু ভাবা। একটু স্বপ্ন বুকে বাঁচা।স্বপ্ন ভেলায় ভাসা। উদাস মনে স্বপ্ন খুঁজা।প্রকৃতির অমিয় সুর সাধা। বৃষ্টির আলিঙ্গন।হাওয়ায় ডুবে বাঁচা। আমি আমার স্বপ্ন যাযাবর! ১৪১৭@২২ চৈত্র,বসন্তকাল!