চারুমান্নান

কখন যে ভুলেছি বোশেখের চাঁদ!

কখন যে ভুলেছি বোশেখের চাঁদ! কবে থেকে আর চাঁদ দেখা হয়ে উঠে না ছাপিয়ে যাওয়া নির্মল বোশেখের জ্যোস্না, অথচ ভালোবাসার নির্মহ বিলাসী অবয়ব ছিল ঐ চাঁদ যাকে আশ্রয় করে বীজ বুনা চন্দ্রবিন্দুর চিবুক ছুঁয়ে ‍এক সাহসি বাক্য কখন যে বেড়িয়ে ছিল মুখ দিয়ে, আর আমি হয়ে উঠি সুলতানের পেশীবহু‍ল কৃষক রাতভর জমি চাষ, বুনেছি বীজ […]