কৃঞ্চগহবরে নন্দন ভালোবাসার ভ্রূণ
কৃঞ্চগহবরে নন্দন ভালোবাসার ভ্রূণ সেদিন বোশেখ, চাঁদের জ্যোস্না ছিল আমার পাশে পাশ ফিরে চাইতেই স্বপ্ন সজারু উঁকি মেরে বাউল পথে হাটে ঘুমের নেশায় স্বপ্ন বানে, কাঁঠাল চাঁপার সুবাস বিলায় রাতের পাঁজা ডুব সাঁতারে আঁধার বিলীন হয় নিঃস্ব করে ঐ দুরে পাহারায় জেগে রয় প্রভুভক্ত কুকুরটা থেকে থেকে বিরহী কান্না, নাকি আঁধার তাড়ানোর ডাক বুঝা যায় […]