চারুমান্নান

কেবলি সে বান্ধব আমার পথের।

কেবলি সে বান্ধব আমার পথের। ভূঁই’য়ের আইল পথে। হাটছে পথিক। হাটাছে বাউল। আমি হাটছি জন্মাবধি। থেথলানো সবুজ দূর্বা। আমার পথের নিশানা। পথের ধারে বটের ঝুড়ি। একটু জিড়ই পথিক আমি। লাল বট ফলের খোসা। পথের ধুলায় মলিন বসন। মেঘের ছায়ায় হাওয়া বয় খানিক। একতারায় বাউল পদ ভেসে আসে। ভেসে আসে স্বপ্ন তন্দ্রা ঘ্রাণ। পথে আমি বাউল […]