চারুমান্নান

নিঃস্ব হয়েছি আমি একা অরূনাভ তেষ্টায় চেয়ে।

নিঃস্ব হয়েছি আমি একা অরূনাভ তেষ্টায় চেয়ে। নদীর উচ্ছ্বাস উতল ঢে’উ বার বার জোয়ারে পরিপূর্ণ জীবন পায়’ও অনেকটা পুর্নজী‍বনের মত ক্ষয়িষ্নু কালের বিভাস আমাকে জাগিয়ে রাখে বার বার নদীর মত যৌবন নিলামে তুমি হয়তো এসেছিলে ক্ষণকালের মেঘ বালিকা,আচমকা ছুঁড়ে দিতে বৃষ্টির ফোটা যে ফোটায় বেড়ে উঠেছিলাম আমি শিখে ‍ছিলাম যাতনা ভালোবাসার তুমি হয়তো এসেছিলে উদার […]