যাক বয়ে যাক ফাগুন, বোশেখ
যাক বয়ে যাক ফাগুন, বোশেখ যাক বয়ে যাক ফাগুন, বোশেখ কুয়াশার আবির ঢেকে ডাক দিয়ে যায় হাওয়া, আকাশ ছোঁয়া ভালোবাসা ধরি এসো দু’জন মিলে। দুঃখ জরা রুখবো বেঁধে উল্লাস ছুঁইয়ে বাঁচবে জীবন, গাইবো গান পাখির সুরে বেহুলার ভেলায় ভাসবো দু’জন। রংধনুর সাত রং এ রাঙ্গা হবে জীবন মোদের, নীলকাশের নীল মেখে বাঁচবো মোরা সুখে দুঃখে। […]