চারুমান্নান

মাগো তোমার দুধের স্বাদ ভুলেছি

মাগো তোমার দুধের স্বাদ ভুলেছি মাগো তোমার দুধের স্বাদ ভুলেছি ভুলেছি তোমার ঘুমপারানি গান ভুলেছি তোমার স্বপ্ন দেখানো চাঁদ ভুলেছি তোমার গালে আদরের সুখ ভুলেছি তোমার বুকে জড়ানো মায়া; কত স্বপ্ন ছিল তোমার? আলোয় ভূবন ভরানো,চাঁদের টুকরোগুলো তোমার তোমার নেই কোন আবদার? শুধু হাত তুলে চেয়েছো,সর্বদা মঙ্গল প্রতি ক্ষণে সন্তানের কতটুকু দিতে পেরেছি তোমায়? তোমার […]